বুধবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:১৪:৪৯

আবারও সেই সেলফির নেশা, কেড়ে নিলো যুবকের প্রাণ

আবারও সেই সেলফির নেশা, কেড়ে নিলো যুবকের প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক : চলন্ত ট্রেনের সামনে নিজস্বী তুলছিল যুবকটি। কিন্তু, রেললাইনের উপরে উঠে নিজেকে ক্যামেরাবন্দি করতে গিয়ে সে খেয়ালই করেনি দ্রুত গতির ট্রেনটা কতটা কাছে এগিয়ে এসেছে! মুহূর্তের মধ্যে হুড়মুড় করে ট্রেন চলে আসে। ধাক্কা মারে বছর ১৭ বছর বয়সের দীনেশকে। ঘটনাস্থলেই নিভে যায় তার জীবন প্রদীপ।

বন্ধুদের সঙ্গে চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিল দীনেশ। স্থানীয় একটি স্কুলে একাদশ শ্রেণিতে পড়ত ছেলেটি। ভারতের চেন্নাইয়ের শহরতলির বাড়িতে ফেরার পথে হঠাত্ই সে ট্রেনের সঙ্গে সেল্‌ফি তুলবে বলে বন্ধুদের জানায়। এর পরেই উঠে পড়ে রেললাইনে।

দূরে তখন ট্রেনের হুইসল। ট্রেন যত কাছে আসতে থাকে, মোবাইল ক্যামেরা নানা ভঙ্গিমায় নিজের চেহারায় ঘোরাতে থাকে সে। নানা অ্যাঙ্গল থেকে নিজেকে ক্যামেরাবন্দি করতে চায়। বন্ধুদের কয়েক জন সাবধানও করে তাকে। কিন্তু, চলন্ত ট্রেনের সঙ্গে সেল্‌ফি তোলায় মগ্ন দীনেশ সে সবে কান দেয়নি। ফলে যা ঘটার তাই ঘটল। চলে গেল আরো একটি জীবন।

গত মাসেই ভারতের মুম্বাইয়ের বান্দ্রায় সমুদ্র সৈকতে সেল্‌ফি তুলতে গিয়ে ঢেউয়ে তলিয়ে গিয়েছিল এক কিশোরী। তারে বাঁচাতে গিয়ে জলের তোড়ে ভেসে যান এক যুবক। তার পরে গত সপ্তাহেই ১৬টি জায়গাকে ‘নো-সেল্‌ফি জোন’ হিসেবে ঘোষণা করেছে মুম্বাই পুলিশ।

৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে