আন্তর্জাতিক ডেস্ক : নতুন করে মসজিদ নির্মাণ করাই যেখানে ভার, সেখানে তৈরি করা একটি মসজিদ মাটির সাথে গুড়িয়ে দেয়া হলো। এই কাজটি কোন প্রতিপক্ষ নয়, খোদ সরকারই করেছে। এটি কোন সাধারণ মসজিদ নয়, এখানে আশ্রয় নিয়েছিল হাজার হাজার সর্বশান্ত মানুষ। সরকারের এই পদক্ষেপে সেই সব মানুষগুলো এখন খোলা আকাশের নিচে বাস করছেন। এতে মুসলমানদের মাঝে ক্ষোভের আগুন জ্বলছে।
ফ্রন্সে অবস্থানরত শরণার্থীদের একটি মসজিদ এবং গির্জা ভেঙে ফেলেছে দেশটির সরকার। বন্দরনগরী ক্যালাসিস’এ ‘জঙ্গল’ হিসেবে পরিচিত শরণার্থী শিবিরে সোমবার এ ঘটনা ঘটেছে। এ শিবিরে সিরিয়া ও সুদানসহ অন্যান্য দেশের হাজার হাজার শরণার্থী আশ্রয় নিয়েছে।
ফরাসি কর্তৃপক্ষের দাবি, শিবিরের চারপাশের নিরাপত্তা এলাকা পরিষ্কার করার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে। শরণার্থীদের মৌলিক মানবাধিকার লঙ্ঘনের এ হীন আচরণে শরণার্থী ও মানবাধিকার কর্মীরা বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছেন।
পর্যবেক্ষকরা বলেছেন, ফরাসি কর্তৃপক্ষ উচ্ছেদের প্রাথমিক যে পরিকল্পনা তাদের দেখিয়েছিল তাতে উপাসনালয়গুলো ভাঙার কোনো কথা ছিল না।
ভেঙে দেয়া গির্জার পাদ্রীও একই সুরে কথা বলেছেন। পাদ্রী তেফারি শুরেমো বলেন, গির্জা উচ্ছেদ করা হবে না বলে তাকে নিশ্চিত করেছিল ফরাসি কর্তৃপক্ষ। তিনি স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, কর্তৃপক্ষ আসলে শান্তি বিনষ্ট করতে চাইছে।
ক্যালাসিস শিবিরে প্রায় পাঁচ হাজার শরণার্থী জীবন কাটাচ্ছে। উন্নত জীবন যাপনের আশায় তারা ব্রিটেনে পাড়ি জমাতে চান। ফরাসি কর্তৃপক্ষ এ সব শরণার্থীর সেবায় এগিয়ে আসে নি বলে বাধ্য হয়ে তারা নিজেরাই নিজেদের প্রচেষ্টায় দোকান-পাট, স্কুল এবং মসজিদ-গির্জা তৈরি করেছেন।
০৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস