আন্তর্জাতিক ডেস্ক : শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাইয়ের স্কুল বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল আটটার সময় ফোনে ওই হুমকি দেয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, ব্রিটেনে আটটি স্কলে বোমা হামলা চালানো হবে বলে হুমকি প্রদান করা হয়। ওই আটটি স্কুলের মধ্যে মালালার একটি স্কুল রয়েছে। সে ওই স্কুলে অধ্যায়নরত। এ বিষয়ে পুলিশ তদন্তে নেমেয়ে।
এদিকে হুমকির পরপরই ব্রিটেনের ওই স্কুলগুলো খালি করে দেয়া হয়েছে। স্কুলগুলো ইংল্যান্ড এবং স্কটল্যান্ডে অবস্থিত। ছয়টি বার্মিংহামে এবং দুটি গ্ল্যাসগোতে।
এরমধ্যে বার্মিংহামের এডবাস্টন হাইস্কুল ফর গার্লসে ১৮ বছর বয়সী মালালা পড়েন।
গত সপ্তাহেও এরকম হুমকি এসেছিল। ওই হুমকি দেয়ার দাবি করেছিল রাশিয়ার একটি টুইটার গ্রুপ। তবে এবারও তারা করেছে কিনা সেই বিষয়ে কিছু নিশ্চিত হওয়া যায়নি।
৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন