আন্তর্জাতিক ডেস্ক : কিছু দিন পর পরই উত্তর কোরিয়া এক একটি অদ্ভুত কান্ড ঘটায়। এনিয়ে সারা দুনিয়ায় আলোচনা-সমালোচনার ঝড় বইতে থাকে। সেই ঝড়ের মধ্যেই আবার রঙ্গিন বাতাস ছেছে হৈ চৈ ফেলে দিয়েছে উত্তর কোরিয়া।
এবার মিশন রহস্য বেলুন মিশনে নেমেছে তারা। আকাশে বেলুন ছড়লে তার ভিতরে সাধারণত হিলিয়াম গ্যাস এবং কখনো কখনো রঙ্গিন কাগজও থাকে। তবে দক্ষিণ কোরিয়ায় যে বেলুনগুলো পাওয়া যাচ্ছে সেগুলো অস্বাভাবিক জিনিস দিয়ে ভরা।
এ বছরের জানুয়ারি থেকে দক্ষিণ কোরিয়ায় বেলুন পাঠাতে শুরু করে উত্তর কোরিয়া। এসব বেলুনের ভিতরে ব্যবহৃত টয়লেট পেপার, সিগারেটের ফিল্টার ও হুমকিমূলক বার্তা ভর্তি করে দক্ষিণ কোরিয়ায় পাঠিয়েছে কম্যুনিস্ট দেশটি।
তার একটি বার্তায় বলা হয়েছে, ‘উত্তর কোরিয়া বিরোধী মনস্তাত্ত্বিক লড়াই বন্ধ কর, অন্যথায় যুদ্ধের জন্য প্রস্তুত হও’।
আবার একটি বার্তায় দক্ষিণের প্রেসিডেন্ট পার্ক গিউন হেইকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ‘পার্কের গ্যাংকে ধ্বংস করে দাও’।
বেলুনগুলো বেসমারিক এলাকায় পাঠানোয় কর্মকর্তারা আশঙ্কা করছিলেন বেলুনের ভিতরে প্রাণঘাতী কোনো অস্ত্র থাকতে পারে। কিছু বেলুন বেসামরিক এলাকার বাহিরে নিয়ে ফাটানো হলে ভিতরে আবর্জনা পাওয়া যায়।
গত কিছুদিন যাবৎ উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তেজনা দেখা দিলে দক্ষিণ কোরিয়া সীমান্তে লাউড স্পীকারের মাধ্যমে উত্তর কোরিয়া বিরোধী প্রচারণা চালানো শুরু করে। এর প্রতিবাদে দক্ষিণ কোরিয়ায় আবর্জনা ভর্তি বেলুন পাঠাতে থাকে উত্তর কোরিয়া।
টয়লেট টিস্যু নরম প্রকৃতির হলেও বর্তমানে এটি অপ্রচলিত অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।
০৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস