বুধবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:৩৮:৩৪

হিন্দুদের মন্দির তৈরিতে সাহায্য করে নজির স্থাপন করল মুসলমানরা

হিন্দুদের মন্দির তৈরিতে সাহায্য করে নজির স্থাপন করল মুসলমানরা

আন্তর্জাতিক ডেস্ক : এবার সাম্প্রদায়িক সম্প্রীতির নতুন দৃষ্টান্ত স্থাপন করল মুসলমানরা। হিন্দুদের রাম মন্দির নির্মাণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তারা। এ কাজে জমি এবং সংগ্রহ করে ৫০ হাজার রুপি দান করেছেন ভারতের মধ্য প্রদেশে স্থানীয় মুসলমানরা।

জি নিউজ জানায়, এর মাধ্যমে সেখানকার মুসলিমরা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করেছেন।

মধ্য প্রদেশের মরেনা জেলার খেদাকালা গ্রাম। মুসলিমদের জন্য গ্রামটি এরই মধ্যে অনেক পত্রিকার শিরোনাম হয়েছে। কারণ, ওই গ্রামে নির্মাণ করা হবে ‘শ্রী রাম জানকি মন্দির’।

তাতে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে মুসলিমরাও অর্থ সংগ্রহ করেছেন। নিজেরা যে যেভাবে পারেন তার জন্য সহায়তা করছেন। কেউ বা জমি দান করছেন।

ওই গ্রামে ৮০টিরও বেশি মুসলিম পরিবার বসবাস করেন। খেদাকালা গ্রামের শান্ত কুমার সিং বলেন, সম্ভাব্য সব উপায়ে মন্দির নির্মাণে সহায়তা করছেন মুসলিম ভাইয়েরা।
০৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে