এক্সক্লুসিভ ডেস্ক : দুরন্ত গতিতে মহাসড়কে ছুটছিল একটি প্রাইভেটকার। কিন্তু হঠাৎ করে রাস্তার ওপরই উল্টে গেল গাড়িটি। অথচ দুর্ঘটনাকবলিত সেই গাড়িতে থাকা চার মাসের একটি শিশু অক্ষত অস্থায় রক্ষা পেল আশ্চর্যজনকভাবে।
ব্রিটেনের ওয়েস্ট মিডল্যান্ডসের হাইওয়েতে একটি লরিকে পাশ কাটাতে গিয়ে উল্টে যায় গাড়িটি। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়িটি উল্টে সড়কের ওপর ছিটকে পড়ে যায়। এরপর এভাবে অনেক দূর গড়িয়ে যাওয়ার পর রাস্তার পাশে পড়ে যায়। এসময় পাকা রাস্তার সাথে গাড়িটির উপরিভাগের ঘর্ষণে অগ্নিস্ফুলিঙ্গ ছড়াতে দেখা যায়।
সেই গাড়িটিতে অন্যদের সাথে ছিল একটি শিশুও। কিন্তিু বিস্ময়করভাবে অক্ষত বেঁচে যায়। পিছনের গাড়ির ড্যাশবোর্ডে লাগানো ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য।
হাইওয়ে ধরে দ্রুতগতিতে ছুটে যাচ্ছিল একটি ভলভো গাড়ি। লরিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায়। অক্ষত অবস্থায় উদ্ধার হয় গাড়িতে থাকা দম্পতির চারমাস বয়সী শিশুপুত্র। সিট বেল্টে বাঁধা ছিল সে। তবে অল্প চোট পেয়েছেন শিশুটির বাবা-মা।
০৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস