বুধবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:১২:৫৩

যে দেশের স্কুলে বন্দুকের ট্রেনিং বাধ্যতামূলক

যে দেশের স্কুলে বন্দুকের ট্রেনিং বাধ্যতামূলক

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের ইসলামাবাদের স্কুলগুলোতে এ কেমন শিক্ষা দেয়া হচ্ছে! এখানে ‌‘এ ফর অ্যাপল’ এর পরিবর্তে শেখানো হচ্ছে ‘এ ফর একে৪৭’ এবং ‘বি ফর বুলেট’!

সম্প্রতি জিনিউজ এমন খবর জানিয়ে তাদের টিভি চ্যানেলে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করে। যা দেখে সত্যি হতবাক হয়েছেন পুরো বিশ্বের মানুষ।

শুধু তাই নয়, সেখানকার স্কুলগুলোর শিক্ষক-শিক্ষিকারা প্রথমে বন্দুক চালানোর ট্রেনিং নিচ্ছেন এরপর সেই বন্দুক চালানোর শিক্ষা দিচ্ছেন তারা কোমলমতি শিক্ষার্থীদের!

এদিকে কলমের বদলের বন্দুকের পাঠ! এমনটা ভাবতেই হতবাক বিশ্ব। প্রশ্ন উঠেছে এ কি তবে সুস্থ্য মস্তিস্কের কাজ?

পেশোয়ারের স্কুলে সন্ত্রাস হামলায় নিহত হয়েছিল ১৫০ পড়ুয়ার। আহত হয়েছিলেন আরও শতাধিক। এরপর থেকেই জীবন বাঁচাতে ক্লাসে বন্দুক নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেছে পাকিস্তান।

পাকিস্তানের ৩৫ হাজার স্কুল প্রশাসনের কাছে আবেদন জানায়, স্কুলে বন্দুক নিয়ে যাওয়ার লাইসেন্স দেওয়া হোক। সম্মতি দেয় প্রশাসনও। সন্ত্রাসের সঙ্গে সন্ত্রাসের ভাষায় কথা বলতেই এই সিদ্ধান্ত পাকিস্তানের। সব স্কুলে এই বন্দুকের সিলেবাস না থাকলেও বেশ কিছু স্কুলে শুরু হয়েছে বন্দুক চালানোর সিলেবাস। শিক্ষিকারা এই সিলেবাসে সব থেকে বেশি আগ্রহী।

প্রশ্ন উঠছে, এইভাবে চোখের বদলে চোখ নিয়ে কি শান্তি ফেরানো সম্ভব? স্বরস্বতীর মন্দিরে স্তুতি পাঠের বদলে বোমার ঘণ্টাধ্বনি আর ক্লাসে ক্লাসে বারুদ গন্ধ কোন পথে নিয়ে যাবে পাকিস্তানকে?
৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে