বুধবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৩৮:৩৮

বাবাকে কবর দিয়ে মেয়ে গেল পরীক্ষা দিতে!

বাবাকে কবর দিয়ে মেয়ে গেল পরীক্ষা দিতে!

আন্তর্জাতিক ডেস্ক : বাবার স্বপ্ন পড়ালেখা করে সন্তান একদিন অনেক বড় হবে। তাই বাবার স্পপ্নপূরণের জন্য খুবই জোর দিয়ে লেখাপড়া চালিয়ে যেতে থাকে সেই মেয়েটি। এরইমধ্যে শুরু হয়ে গিয়েছে মাধ্যমিক পরীক্ষা। কিন্তু হঠাৎই মৃত্যু হয় বাবার। আর সেদিনও পরীক্ষা ছিল তার। তাই বাবাকে কবর দিয়েও পরীক্ষা দিতে গেলেন সেই মেয়েটি। এমনি একটি ঘটনা ঘটে গেল ভারতের বীরভূমের মিত্রপুরে। জিনিউজের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

চোখের জলে বাবাকে বিদায় জানালেন ঠিকই, সঙ্গে শপথও নিলেন বাবার সেই স্বপ্নপূরণের। নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে পড়াশুনাই যে একমাত্র হাতিয়ার তা বেশ ভালো ভাবেই বুঝতে পেরেছিল বীরভূমের মিত্রপুরের শবনম খাতুন। বাবা বিএসএফের হেড কনস্টেবল। গত তিরিশে জানুয়ারি কর্মক্ষেত্রে আত্মঘাতী হামলার শিকার হন বাবা। মঙ্গলবারই তার মৃতদেহ আনা হয় বাড়িতে। বাবাকে বাড়িতে রেখেই পরীক্ষা দিতে যায় শবনম।

অনেক অনেকের মধ্যে এই শবনমরাই ব্যতিক্রমী। শবনমরাই আগামী প্রজন্মকে পথ দেখায়। ওর প্রতি আমাদের সমবেদনা যেমন রইলো, তেমনই শবনমের থেকে শিক্ষা নিলাম লড়াইয়ের।
৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে