আন্তর্জাতিক ডেস্ক : পানিতে উত্তাল স্রোত, সে পারিতেই তলিয়ে যাচ্ছিলো একই পরিবারের চারজন। আর এ দৃশ্যটি দেখতে পেয়ে স্থির থাকতে পারলেন না অষ্টাদশী এক স্কুল ছাত্রী।
তলিয়ে যাওয়া সেই মানুষগুলোর প্রাণ বাঁচানো ছাড়া যেন তার কোন কর্তব্য নেই। সঙ্গে সঙ্গে সে ঝাপিয়ে পড়ে পানিতে। একে একে ওই পরিবারের চার জনকে পাড়ে টেনে আনে ওই স্কুল ছাত্রীটি। যার দৃঢ়তা ও অসীম সহসিকতায় প্রাণ ফিরে পায় তারা।
এ ঘটনাটি ঘটেছে ভারতের কোচির কাড়ুঙ্গালুর। রবিবার এখানকার পেরিয়ার লেকে জামাকাপড় কাচা ও গোসল সারছিল বাবা, মা, দুই সন্তান সহ স্থানীয় একটি পরিবার।
সাহিলসমন নামে ওদের ছোট ছেলেটি হঠাত্ই জলের স্রোতে বেসামাল হয়ে ডুবে যেতে থাকে। তাকে ফিরিয়ে আনতে জলে ঝাঁপ দেয় তার দিদি ফালিমা। কিন্তু ক্রমশ স্রোতের টানে দূরে সরে যেতে থাকে সেও।
দুই সন্তানকে তলিয়ে যেতে দেখে ঝাঁপ দেন তাদের বাবা নামাসুদ্দিন। কিন্তু কাদায় আটকে যান তিনিও। সাহায্য চেয়ে চিত্ৎকার করতে থাকেন তার স্ত্রীও। এতে আশেপাশে কাউকে দেখতে না পেয়ে জলে ঝাঁপ দিয়ে পড়েন তিনি।
সেই সময় সেখান দিয়ে পড়তে যাচ্ছিল দ্বাদশ শ্রেণীর ছাত্রী আনিশা। পাকা সাঁতারু আনিশা তাড়াতাড়ি বই-খাতা রেখে জলে ঝাঁপ দেয়। একে একে চারজনকেই টেনে পাড়ে নিয়ে আসে সে।
ততক্ষণে লোক জড়ো হয়ে গিয়েছে। তারাও এসে হাত মেলায় আনিশার সঙ্গে। ছাত্রীর সাহসের তারিফ এখন সবার মুখে মুখে। রাজনীতিবিদ থেকে সিনেমা তারকা আনিশার সঙ্গে দেখা করতে আসছেন অনেকেই।
৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন