আন্তর্জাতিক ডেস্ক : মাঝে মাঝেই বোমাতঙ্কের খবর পাওয়া যায়। কখনো এর সত্যতা পাওয়া যায় আবার কখনো তা হয় নিছকই আতঙ্ক। তবে এবার এক অদ্ভুত বোমাতঙ্কের খবর পাওয়া গেল সোমালিয়ায়। এ ঘটনায় হতবাক পাইলট।
জিনিউজের এক প্রতিবেদনে এমন খবর জানা গেছে।
মঙ্গলবার মোগাদিসু বিমানবন্দর থেকে রওনা দেয় ডালো এয়ারলাইন্সের উড়ান এয়ারবাস এ৩২১। যাত্রা শুরুর ১৫ মিনিটের মধ্যেই ঘটে বিপত্তি। বিকট শব্দ করে উড়ে যায় এয়ারবাসের কিছুটা অংশ।
তার সঙ্গে নিচে গিয়ে পড়ে ওই সিটে বসে থাকা যাত্রীর জ্বলন্ত মৃতদেহ। শুরু হয় বোমাতঙ্ক। যাত্রীদের হুড়োহুড়ি। সঙ্গে মোবাইলে ছবি তোলার ভিড়। তবে বিনানের সিস্টেমের কোনো ক্ষতি না হওয়ায় নির্বিঘ্নেই বিমানটি সোমালিয়া বিমানবন্দরে অবতরণ করানো হয়।
এ ঘটনায় খুবই অবাক হয়েছেন পাইলট। তিনি বলেন, আমার মনে হয় ওখানে বোম রাখা ছিল। শব্দটা শোনার পর কেবিনে আমরা কি করব ভেবে পাচ্ছিলাম না।
পাইলট বলেন, আমার গোটা ক্যারিয়ারে কখনো এমন ঘটনা ঘটেনি। ঈশ্বরকে ধন্যবাদ যে, সবাই নির্বিঘ্নে ফিরে আসতে পেরেছে।
তবে এ বিস্ফোরণের কারণ সত্যিই বোমা নাকি অন্যকিছু তার অনুসন্ধান চলছে।
৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম