বুধবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:১১:২৯

পদত্যাগ করলেন মাহাথির মোহাম্মদের ছেলে

পদত্যাগ করলেন মাহাথির মোহাম্মদের ছেলে

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের কাছ থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ঘুষ নেয়ার জের ধরে রাজ্য মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদের ছেলে। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

৫১ বছর বয়সী মুখরিজ মুখরিজ আজ (বুধবার) কেদাহ প্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তবে তাকে পদত্যাগ করার জন্য ক্ষমতাসীন ইউনাইটেড মালয়িজ ন্যাশনাল অর্গানইজেশনের পক্ষ থেকে চাপ দেয়া হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

মাহাথির মোহাম্মাদের ছেলে মুখরিজকে মালয়েশিয়ার ভবিষ্যত প্রধানমন্ত্রী হিসেবে অনেকে কল্পনা করতেন। কিন্তু মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করায় তার সেই সম্ভাবনায় আঘাত পড়ল। নাজিব রাজাক সৌদি আরবের কাছ থেকে উপহার হিসেবে প্রায় ৭০ কোটি ডলার নিয়েছেন বলে খবর বের হওয়ার পর মাহাথির মোহাম্মাদ বর্তমান সরকারকে পদত্যাগের জন্য আহ্বান জানিয়ে আসছেন। সৌদি আরবের কাছ থেকে অর্থ নেয়ার বিষয়ে সমালোচনা করায় নাজিব রাজাক তার মন্ত্রিসভায় রদবদল করেছেন এবং বেশ কয়েকজনকে সরিয়ে দিয়েছেন।
৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে