আন্তর্জাতিক ডেস্ক : মেয়ের মোবাইল ফোন জব্দ করায় তার বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে ১২ বছরের মেয়ের কাছ থেকে মুঠোফোন নিয়ে যাওয়ায় কারাগারে যেতে হলো বাবাকে। শহরের বাসিন্দা রোনাল্ড জ্যাকসন তার মেয়ের মুঠোফোনে আপত্তিকর একটি ক্ষুদে বার্তা পাওয়ায় ফোনটি নিয়ে যান।
তবে ঘটনাটি ঘটেছিল ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে। এতদিন বিষয়টি গণমাধ্যমে না আসায় তা জানাজানি হয়নি। ইয়াহু নিউজ জানিয়েছে, ওই ঘটনায় স্ত্রী মিশেল স্টিপির সাথে বাকবিতণ্ডা হয় জ্যাকসনের। মেয়ের পক্ষ নিয়ে পুলিশ ডাকেন স্টিপি। এরপর বিবাহ বিচ্ছেদও হয়ে যায় তাদের। টেক্সাসের পুলিশ কর্মকর্তা গ্রান্ড প্রেইরিকে বিয়ে করেন স্টিপি।
পুলিশ জ্যাকসনকে মেয়ের ‘আইফোন-৪’ মডেল টি ফিরিয়ে দিতে বললে তাতে অস্বীকার করেন তিনি। স্থানীয় একটি গণমাধ্যমকে তিনি বলেন, আমার সিদ্ধান্ত ছিল, একজন বাবা হিসেবে মেয়ের ওপর আমার অধিকারে পুলিশ হস্তক্ষেপ না করুক। অবশ্য ফোনটি ফিরিয়ে দেয়ার জন্য চাপ দিতে থাকে স্টিপি। এরই মধ্যে জ্যাকসনের বিরুদ্ধে সম্পত্তি চুরির একটি মামলা ঠুকে দেন তিনি।
২০১৪ সালের জানুয়ারিতে ফোন ফিরিয়ে দিলে মামলা তুলে নেয়ার প্রস্তাব দেয়া হয়। কিন্তু সেই প্রস্তাবেও রাজি হননি জ্যাকসন। মামলায় লড়তে আইনজীবী নিয়োগ দেন তিনি। জ্যাকসনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। ২০১৫ সালের এপ্রিলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।
জ্যাকসন বলেন, সামান্য একটি বিষয় নিয়ে এতো বড় একটি ঘটনা ভাবতেও পারিনি। আমি বিশ্বাসই করতে পারিনি, একটি মুঠোফোনের জন্য তারা এতো কিছু করতে পারে। অবশ্য একরাত পর মুক্তি দেয়া হয় জ্যাকসনকে।
তার আইনজীবী ক্যামেরন গ্রে বলেন, এমন ঘটনা কখনো আমি আর দেখিনি।
মামলায় দুই মাসের বিচার কার্যক্রমে জ্যাকসনের বিরুদ্ধে সাক্ষ্য দেয় তার ১৫ বছরের মেয়ে। অবশ্য চুরির মামলা প্রমাণে সাক্ষ্য-প্রমাণের অভাবে খালাস পান জ্যাকসন। এ রায়ের সাথে দ্বিমত পোষণ করেন স্টিপি।
৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম