আন্তর্জাতিক ডেস্ক : প্রায় দুই কিলোমিটারেরও বেশি পায়ে হেঁটে তবেই পৌঁছাতে হয় স্কুলে। বেশিরভাগ দিন সঠিক সময়ে স্কুলেই পৌঁছানো যায় না। স্কুল যাওয়ার পথে পড়ে একটি রেললাইন। সেটি পার হতেও বিপত্তির সীমা নেই। ভয় যখন তখন ট্রেন চলে আসতে পারে।
প্রয়োজন একটা রেল সেতুরও। তবে দোরে দোরে ঘুরেও হয়নি সমস্যার সুরাহা। ভারতের প্রধানমন্ত্রীকে জানালে উপায় হতে পারে, প্রধানমন্ত্রী এসব বিষয় দেখে। সেই কথা শুনে ও বিশ্বাস করে মোদিকে চিঠি পাঠায় ভারতের উত্তরপ্রদেশের নয়ন সিনহা্।
তার বিশ্বাস রেখেছেন মোদি। ১১ বছরের নয়নের চিঠি পেয়েই নড়েচড়ে বসেছে ভারতের প্রধানমন্ত্রীর দফতর। ওপরতলা থেকে নির্দেশ আসতেই একেবারে নয়নের কাছে পৌঁছেছেন রেলের কর্মকর্তারা। শুরু হচ্ছে রেল সেতু নির্মানের কাজ। শিশুটির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে গোটা দেশ। নয়ন সিনহা্ উত্তরপ্রদেশের উননাও জেলার চন্দ্রশেখর আজাদ ইন্টারমিডিয়েট কলেজের ছাত্র।
৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস