সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ১২:১৮:৫৩

সবচেয়ে বেশি মাইলেজ দেয় যে মোটরসাইকেল!

সবচেয়ে বেশি মাইলেজ দেয় যে মোটরসাইকেল!

আন্তর্জাতিক ডেস্ক : বাজারে যতগুলো ব্র্যান্ডের মোটরসাইকেল আছে তার মধ্যে সবচেয়ে বেশি মাইলেজ মেলে বাজাজের তৈরি একটি মডেলের। মডেলটি হলো বাজাজ সিটি ১১০ এক্স। এই বাইকটি মাইলেজ কিং খ্যাতি পেয়েছে।

প্রতিদিন কয়েক কিলোমিটার যাতায়াত করে যেতে হয় স্কুল-কলেজ এবং অফিস। এই দূরত্ব কভার করতে প্রতি মাসের তেলের পিছনে চলে যায় একগাদা টাকা। আসলে বর্তমানে বহু মোটরসাইকেল রয়েছে যেখানে মাইলেজ খুবই কম পাওয়া যায়।

আর এইখানেই পার্থক্য গড়েছে এই মোটরসাইকেল। বাজাজ সিটি সিরিজের এই বাইকের স্বীকৃত মাইলেজ প্রতি লিটারে ৭০ কিলোমিটার। অর্থাৎ এক লিটার তেল ভরে ৭০ কিলোমিটার পথ চলা যাবে। বাজাজের এই বাইকটি শুধু বেশি মাইলেজই দেয় না, এর রক্ষণাবেক্ষণ খরচও কম।

বাজাজ সিটি ১১০ এক্স মডেলের বাইকটিতে ১১৫ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন ৮.৬ পিএস শক্তি এবং ৯.৮১ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে। সঙ্গে রয়েছে ৪ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। যা স্মুথ গিয়ার শিফটিংয়ে সহায়তা করবে।

বাইকটির জ্বালানির ধারণ ক্ষমতা ১১ লিটার। এর দুই চাকাতেই রয়েছে ড্রাম ব্রেক। মিলবে অ্যানালগ স্পিডোমিটার এবং ওডোমিটার। লাইটিংয়ের ক্ষেত্রে রয়েছে দারুণ ফিচার্স।

হেডলাইট, টেললাইট এবং টার্ন সিগন্যাল ল্যাম্প সবই পাবেন এলইডি। বাইকের সর্বোচ্চ গতি ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা। অ্যালয় হুইল এবং টিউব টায়ার পাওয়া যাবে এই বাইকে। এর কার্ব ওয়েট ১০৬ কেজি। কয়েকটি রঙ ও গ্রাফিক্সে বাজাজের এই কমিউটার বাইক কেনা যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে