বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৪৯:২৪

ভেঙ্গে যাচ্ছে ইরাক, ইরানের কড়া হুঁশিয়ারি

ভেঙ্গে যাচ্ছে ইরাক, ইরানের কড়া হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক :  মধ্যপ্রাচ্যের চলমান সংকট নতুন দিকে মোড় নিচ্ছে। এবার শিয়া-সুন্নি দ্বন্দ্বের সাথে যোগ হল কুর্দিরা। ফলে ভেঙ্গে যাচ্ছে ইরাক! বিষয়টি নতুন করে সামনে চলে এসেছে। এ নিয়ে ফের উত্তপ্ত হচ্ছে ওই অঞ্চলের রাজনীতি ও কূটনীতি।

ইরাকের কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট মাসুদ বারজানি এক বিবৃতিতে বলেছেন, এখন সময় হয়েছে কুর্দি জনগণের স্বাধীনতার জন্য একটি গণভোট আয়োজন করার।

তারা দীর্ঘদিন থেকে স্বাধীন কুর্দিস্থান প্রতিষ্ঠার জন্য আন্দোলন-সংগ্রাম করে আসছে। এবার ইরাকি কুর্দিশরা নতুন করে স্বাধীনতার কথা বলছে।

মাসুদ বারজানির এই বিবৃতির পরই ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইরাক ভাঙলে পুরো মধ্যপ্রাচ্যকে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে। যেসব গোষ্ঠী ইরাক ভাঙার পক্ষে কথা বলছে তারা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার দিকে মোটেই মনযোগ দিচ্ছে না।

দেশটির রাজধানী তেহরানের বুধবার ইরাকের ইসলামিক ভার্চু পার্টির নেতা হাশমি আল-হাশমির সঙ্গে বৈঠকের সময় ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এ সতর্ক বার্তা উচ্চারণ করেছেন।

ইরান ও ইরাকের মধ্যকার সম্পর্কের গুরুত্ব তুলে ধরে তিনি আরো বলেন, আমরা যথেষ্ট সতর্কার সঙ্গে ইরাকের ঘটনাবলী পর্যবেক্ষণ করছি এবং বিশ্বাস করি যে, ইরাকের আধুনিক ও ধৈর্যশীল জনগণ ঐক্যের ভিত্তিতে সন্ত্রাসীদেরকে পরাজিত করতে সক্ষম হবে। এ বিষয়ে দেশটির রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের নজরদারি থাকবে বলেও আমির আবদুল্লাহিয়ান আশা করেন।
৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে