বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:১৫:১৮

এবার শান্তিতে নোবেল পাচ্ছেন ভারতের সেই ধর্মগুরু?

এবার শান্তিতে নোবেল পাচ্ছেন ভারতের সেই ধর্মগুরু?

আন্তর্জাতিক ডেস্ক : তবে কি এবার ভারতের ধর্মগুরু শ্রী শ্রী রবিশঙ্কর শান্তিতে নোবেল পাচ্ছেন? হিন্দুস্থান টাইমসের দাবি, এবার নাকি রবিশঙ্করকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

হিন্দুস্থান টাইমসের ওই প্রতিবেদনে বলা হয়, ‘আর্ট অফ লিভিং’ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্কর ২০১৬ সালে নোবেল শান্তি পুরস্কার পেতে পারেন। তার নাম মনোনয়ন করেছে নোবেল কমিটি। বিশ্বের বিভিন্ন প্রান্তে শান্তি প্রতিষ্ঠায় তার উদ্যোগের জন্য তাকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানা গিয়েছে।

গত বছরই দক্ষিণ আমেরিকার কলোম্বিয়ায় শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন এই ভারতীয় আধ্যাত্মিক গুরু। নোবেল কমিটির পক্ষ থেকে মনোনীতদের কারও নাম না-জানানো হলেও বলা হয়েছে ‌যে উইকিলিকসের প্রতিষ্ঠাতা এডওয়ার্ড স্নোডেন ও কলোম্বিয়ায় শান্তি প্রতিষ্ঠাকারীর নাম রয়েছে এর মধ্যে।

তালিকায় সম্ভবত রয়েছে ৮৫ বছরের এক গ্রিক বৃদ্ধার নামও, এক সিরিয় শিশুকে দুধ খাওয়াতে ছবিতে দেখা গিয়েছিল ‌যাকে। গ্রিসে উদ্বাস্তুদের সাহা‌য্যের হাত বাড়িয়ে দেওয়ায় নাম রয়েছে হলিউড অভিনেত্রী সুসান স্যারানডনেরও।

‌যদিও আর্ট অফ লিভিংয়ের তরফে জানানো হয়েছে, এব্যাপারে কিছুই জানেন না তারা।
৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে