আন্তর্জাতিক ডেস্ক : জিকা ভাইরাসের আক্রমণে কাঁপছে সারা দুনিয়া। মশাবাহিত এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে বিভিন্ন দেশে। ইতিমধ্যেই দক্ষিণ আমেরিকায় লাখ লাখ মানুষ জিকা ভাইরাসের আক্রমণের শিকার হয়েছেন। গর্ভবতী মহিলাদের গর্ভস্থ শিশুর ক্ষতি হচ্ছে এই ভাইরাসের প্রভাবে। এ থেকে বাঁচতে ঘোষণা করা হয়েছে বিশ্বব্যাপী জরুরী অবস্থা।
এজন অবস্থায় জিকা ভাইরাসের প্রতিষেধক নিয়ে ভাবছে বিশেষজ্ঞরা। তবে এরই মধ্যে এই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করের দাবি করেছে ভারত!
দেশটির হায়দরবাদের একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির দাবি, এর প্রতিষেধক বানিয়ে ফেলেছে তারা।
ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ড. কৃষ্ণ এল্লাই জানাচ্ছেন, তাঁদের গবেষণা ইতিবাচক। পেটেন্টের জন্য আবেদন করবেন তাঁরা।
এখন ভারতের এই প্রতিষেধক কি বিশ্বকে পরিত্রাণ দিতে পারবে? তা বলবে সময়।
৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস