আন্তর্জাতিক ডেস্ক : মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কবিকে কতলের পরিবর্তে জেল দিয়েছে সৌদি আরব। ধর্মত্যাগের অভিযোগে ফিলিস্তিনি কবি আশরাফ ফায়াদকে মৃত্যুদণ্ড দিয়েছিল দেশটির একটি আদালত। সেই শাস্তি পরিবর্তন করা হলেও তার বিরুদ্ধে অভিযোগ বহাল রেখেছে সৌদি আরব।
গত বছরের নভেম্বরে দেশটির দক্ষিণ-পশ্চিঞ্চলীয় শহর আবহারের একটি আদালত ‘ব্লাসফেমি’ (ঈশ্বরনিন্দা) আইনে ফায়াদকে মৃত্যুদণ্ড দেয়া হলে নিন্দা জানায় আন্তর্জাতিক সম্প্রদায়। এরপর সৌদি বাদশা সালমানের কাছে ভাইয়ের প্রাণভিক্ষার জন্য আবেদন করেন ফায়াদের বোন রায়েদা ফায়াদ।
আশরাফ ফায়েদের আইনজীবী আবদুর রহমান আল-লাহিম জানান, মৃত্যুদণ্ডের পরিবর্তে ফায়াদকে আট বছরের কারাদণ্ড ও ৮০০ বেত্রাঘাতের নির্দেশ দিয়েছে আদালত।
তিনি আরো জানান, ফায়াদকে কারাদণ্ড ভোগ করতে হবে। সেই সঙ্গে গণমাধ্যমে প্রকাশ্যে নিজের ভুলের জন্য অনুশোচনা প্রকাশ করতে হবে। তবে ফায়াদকে নির্দোষ দাবি করে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলেও জানিয়েছেন আবদুর রহমান আল-লাহিম।
প্রাথমিকভাবে ফায়াদের বিরুদ্ধে মোহাম্মদ (স.)কে অপমান, কোরানের প্রতি বিদ্রুপ এবং নাস্তিক্যবাদ প্রসারের অভিযোগ এনে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল।
ফায়াদের দণ্ডের রায় পরিবর্তনের ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও অবৈধ সম্পর্কের অভিযোগে তাকে চার বছরের কারাদণ্ড এবং ৮০০ বেত্রাঘাতের নির্দেশ দেয়া হয়েছিল।
৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস