আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় বড়সড় ধাক্কা খেল রাশিয়া। বিদ্রোহীদের নিয়ন্ত্রীত এলাকায় বিমান হামলা শুরুর পর সর্বোচ্চ প্রতিরোধ ও ক্ষতির সম্মুখীন হয়েছে দেশটি। বিদ্রোহীরাও সেই থেকে প্রেসিডেন্ট আসাদের সমর্থক রুশবাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা করে আসছে। কিন্তু আগে উল্লখযোগ্য কোন সাফল্য দেখাতে পারেনি তারা। তবে বিদ্রোহীদের নিরাপদ নগরী আলেপ্প আসাদ বাহিনী ঘিরে ফেলায় সব চেয়ে কঠিন সময় পার করছে বিদ্রোহীরা। এমন অবস্থার মধ্যে তারা ‘তৃপ্তির ঢেকুর’ তোলার মতো ঘটনা ঘটালো।
সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে তুরস্ক সীমান্তের কাছে আসাদ বিরোধী পক্ষের হামলায় রাশিয়ার ৪ জন আর্মি জেনারেলসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।
তুরস্কের বার্তা সংস্থা আনাদলু জানায়, মঙ্গলবার রাতে রাশিয়ার জেনারেলরা সিরিয়ার উত্তরে লাতাকিয়া অঞ্চলে তুর্কমান পর্বতের ঘাঁটিতে আসাদ সমর্থিত বাহিনীর সাথে দেখা করতে গেলে আসাদ বিরোধী গ্রুপ হামলা চালায়। এবং এতে রুশ নেতারা নিহত হন।
রাশিয়ার ঐ জেনারেলদের মধ্যে একজন ওই অঞ্চলে রাশিয়া ও আসাদ সরকার বাহিনীর মধ্যে প্রধান সমন্বয়কারী বলে জানানো হয়।
গত নভেম্বর থেকেই এই তুর্কমান পর্বত এলাকায় আসাদ বাহিনীকে সাহায্য করতে রাশিয়া বিমান হামলা চালিয়ে আসছে। এর ফলে ঐ অঞ্চলে বসবাসকারী বিশাল জনগোষ্ঠী শরনার্থী হয়ে তুরস্কে পাড়ি জমাতে বাধ্য হচ্ছে।
৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস