আন্তর্জাতিক ডেস্ক : বিমানটা আকাশে উড়ছিলো ঠিকঠাক মতই। কিন্তু হঠাৎ মাঝ আকাশে ঘটলো বিপত্তি। উড়ন্ত সেই বিমানটিতে ব্যাপক শব্দে হলো বিস্ফোরণ! আর বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই বিমানটির জানালাসহ একটি অংশ মুহুর্তেই উড়ে গেল!
শুধু কি তাই? সেই সাথে বিমানের এক যাত্রীও ছিটকে গেলেন বাইরে! ভাবছেন এটি কোন ছবির দৃশ্য? না। এটি বাস্তব এক ঘটনা। ঘটনাটি ঘটেছে সোমালিয়ার রাজধানী মোগাদিসুর কাছের আকাশে। মঙ্গলবারের এ ঘটনায় মোগাদিসু বিমানবন্দরে বিমানটি জরুরী অবতরণ করে। তবে বাইরে ছিটকে যাওয়া সেই যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, ডালো এয়ারলাইন্সের এয়ারবাস এ৩২০ বিমানটি মঙ্গলবার সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে লোহিত সাগরের পারে জিবুটির উদ্দেশে যাত্রা শুরু করেছিল।
উড়ানের কয়েক মিনিটের মধ্যেই বিকট শব্দে কেঁপে ওঠে বিমান। ডান দিকের ডানার ওপর দেওয়ালের একাংশ ফুঁড়ে ছিটকে যান এক যাত্রী। কোনও ক্রমে মোগাদিসু বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণ করান চালক। পরে বিমানবন্দর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে একটি জায়গা থেকে উদ্ধার হয় ছিটকে যাওয়া যাত্রীর দেহ। তার বয়স আনুমানিক ৫৫ বলে দাবি সেদেশের প্রশাসনের।
যাত্রীদের দাবি, বিকট বিস্ফোরণের শব্দ শুনেছিলেন তারা। তাই তদন্তে নেমে সেদেশের নাগরিক উড্ডয়ন দফতর মনে করছে সম্ভবত বিস্ফোরণের জেরেই উড়ে গিয়েছে বিমানের দেওয়াল। একটাই ভাল খবর বিমানের বাকি ৭৩ জন যাত্রী অক্ষত রয়েছেন।
৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন