বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:২৪:০১

সন্ত্রাসের জন্য ইসলামকে দোষারোপ করা যাবে না: ওবামা

সন্ত্রাসের জন্য ইসলামকে দোষারোপ করা যাবে না: ওবামা

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপি সন্ত্রাসী হামলার ঘটনায় সবাই যখন ইসলামকে কটাক্ষ করে কথা বলছে ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ওবামার মুখে শোনা যাচ্ছে ভিন্ন কথা।

গত শনিবার জাতির উদ্দেশে দেয়া নিয়মিত এক বেতার ভাষণে তিনি বলেন, ‘সন্ত্রাসের জন্য ইসলামকে কোন ভাবেই দোষারোপ করা যাবে না।’

তিনি তাঁর দেশবাসীকে সতর্ক করে আরো বলেন, ‘সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জন্য কেও ইসলাম ধর্মকে দোষারোপ করলে, বুঝতে হবে তারা উগ্রপন্থীদের দেখানো পথেই পরিচালিত হচ্ছেন।’

দেশবাসীকে উদ্দেশ্য করে ওবামা আরো বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধকে যারা ইসলাম বনাম পশ্চিমাদের যুদ্ধ মনে করছে, তারা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) মতোই গোষ্ঠী।’

মার্কিন সেনাবাহিনীতে একটি উল্লেখ্যযোগ্য মুসলমান সদস্য কাজ করছেন। তিনি তাদের উদ্দেশ্য করে বলেন, ‘দেশবাসী মার্কিন সেনাবাহিনীর দেশপ্রেমিক মুসলিম সদস্যদেরও ধন্যবাদ দিচ্ছে।’

ক্যালিফোর্নিয়ার গত সপ্তাহে স্যান বার্নার্দিনোতে মুসলিম দম্পতির হামলায় ১৪ নাগরিক নিহত হওয়ার পর হতে জাতির উদ্দেশে এটি ওবামার তৃতীয় ভাষণ ছিল। প্রতিটি ভাষণেই মার্কিন প্রেসিডেন্ট পশ্চিমাদের পাশাপাশি মুসলিম বিশ্বকেও উগ্রপন্থীদের গ্রহণ না করার আহ্বান জানান।

৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে