বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৪৬:১৯

ভারতকে হুমকি!

ভারতকে হুমকি!

আন্তর্জাতিক ডেস্ক : পাঠানকোটে হামলার মতো করে ফের হামলা চালানো হবে৷ বুধবার পাক অধিকৃত কাশ্মীরের একটি জনসভায় দাঁড়িয়ে হুমকি দিল ২৬/১১-র মাস্টারমাইন্ড হাফিজ সাইদ৷ ভারত-পাকিস্তান বিদেশ বিষয়ক সচিব পর্যায়ে বৈঠকের আগে হাফিজের এই মন্তব্য নতুন করে দু’দেশর সম্পর্কে তিক্ততা সৃষ্টি করতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷ পাঠানকোট হামলার কারণেই পিছিয়ে যায় দু’দেশের বৈঠক৷ তবে এখনো পর্যন্ত এই বৈঠক বাতিল করেনি নয়াদিল্লি বা ইসলামাবাদ৷

পাঠানকোট হামলার প্রশংসা করে এদিন জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সাইদ বলে, ফের এধরনের হামলা হলে খুশি হব৷ আট লক্ষ ভারতীয় সেনা কাশ্মীরিদের উপর অত্যাচার চালাচ্ছে৷ তাদের গণহত্যা করা হচ্ছে৷ পাঠানকোটের মতো হামলা চালানোর অধিকার কি তাদের নেই? সেইসঙ্গে কাশ্মীরে ইউনাইটেড জিহাদ কাউন্সিলের প্রধান শহিদ সালাউদ্দনের ভূয়সী প্রশংসা করে হাফিজ সাইদ৷ তার বক্তৃতা শুনে উপস্থিত জনতা স্লোগান দিতে থাকেন, ‘কাশ্মীর স্বাধীন না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে৷ আমরা জিহাদের জন্য তৈরি৷’

এদিকে, পাঠানকোটে জঙ্গি হামালার পিছনে পাকিস্তানি জঙ্গি সংগঠন জয়েশ-ই-মোহম্মদের হাত রয়েছে বলে অভিযোগ জানিয়েছে ভারত৷ এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য প্রমাণও পাকিস্তানের হাতে তুলে দেয়া হয়েছে৷ পাঠানকোটে হামলাকারী ছয় জঙ্গি যে সীমান্ত পেরিয়েই ভারতে ঢুকেছিল, ওই তথ্য প্রমাণ থেকে তা স্পষ্ট৷ পাঠানকোট ইস্যুতে নয়াদিল্লির কাছে আরো প্রমাণ চেয়েছে ইসলামাবাদ৷
৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে