বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:১৫:৫৮

ক্ষত মুছে সেজে উঠছে মালি

ক্ষত মুছে সেজে উঠছে মালি

আন্তর্জাতিক ডেস্ক : কিছুদিন আগেও ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয় পশ্চম আফ্রিকার দেশ মালি। সন্ত্রাসী হামলার সেই ক্ষত মুছে সেজে উঠেছে পশ্চিম আফ্রিকার এই দেশটি। উত্‍সবের আনন্দে মাতোয়ারা মালির রাজধানী বামাকো। দোগন ফেস্টিভাল ঘিরে পর্যটক ভাড়ায় আয়ও ভাল হবে বলে আশাবাদী সরকার। মালিতে আড়াই মাস আগের সন্ত্রাসী হামলায় কেড়ে নিয়েছিল বেশকিছু প্রাণ।

সেই হামলায় জঙ্গিদের বর্বরতার স্মৃতি এখনো মুছে যায়নি। তবু আফ্রিকার মালির রাজধানী বামাকো সেজেছে অন্য রঙে। আকাশে-বাতাসে উত্‍সবের গন্ধ। তিনদিন ব্যাপী দোগন ফেস্টিভাল ঘিরেই এখন যাবতীয় আয়োজন। পুরাণ, মুখোশনৃত্য, কাঠের ওপর স্থাপত্যই বিখ্যাত করেছে দোগন জাতিকে। ব্যস্ততার মাঝে দোগন জাতির ঐতিহ্যপূর্ণ সংস্কৃতির কথা চাপা পড়ে গেছে। এই উত্‍সবে সেসবই যেন জেগে ওঠে নতুন করে।

তিনবছর অন্তর দোগন ফেস্টিভাল হয়। তবে বামাকোয় উত্‍সবের আয়োজন এই প্রথম। সন্ত্রাস হামলার আতঙ্ক পিছু না ছাড়লেও উত্‍সবের আমেজেই গা ভাসাতে চাইছেন মানুষ। এই উত্‍সবে বহু দেশি, বিদেশি পর্যটক আসেন। সন্ত্রাস হামলার আশঙ্কাকে পিছনে ফেলে এবারও তেমনই ভিড় হবে বলে আশাবাদী উত্‍সব আয়োজন কর্তৃপক্ষের।
৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে