বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৫৭:০৩

বউ খুনে নেতাসহ ১১ জনের ফাঁসি

বউ খুনে নেতাসহ ১১ জনের ফাঁসি

আন্তর্জাতিক ডেস্ক : গৃহবধূ খুনের মামলায় ১১ জনকে ফাঁসির আদেশ দিয়েছে ভারতের কৃষ্ণনগর আদালত।  ফাঁসির আসামিদের মধ্যে লঙ্কেশ্বর ঘোষ নামে এক তৃণমূল নেতাও রয়েছেন।  

২০১৪ সালে নদিয়ার ঘুঘুরগাছিতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে খুন হন অপর্ণা বাগ নামে এক গৃহবধূ।  বুধবার সেই মামলাতেই দোষীদের সাজা ঘোষণা করল আদালত।

২০১৪ সালের ১৩ নভেম্বর ঘুঘুরগাছি গ্রামে দলবল নিয়ে একটি জমি দখল করতে গিয়েছিলেন লঙ্কেশ্বর ঘোষ।  তখনই লঙ্কেশ্বর বাহিনীকে বাধা দেন অপর্ণা বাগ নামে এক গৃহবধূ।  

সেই সময়ই তুমুল বচসার মধ্যে গুলি চালায় লঙ্কেশ্বরের লোকেরা।  গুলি লাগে অপর্ণা বাগের শরীরে।  ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।  লঙ্কেশ্বরের অনুসারীদের বোমাবাজি ও গুলিতে কয়েকজন গ্রামবাসীও আহত হন।

ঘটনার পর দোষীদের শাস্তির দাবিতে ওই গ্রামে একাধিকবার গিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক বিমান বসু।  গত এক বছরেরও বেশি সময় ধরে মামলা চলছিল।  সেই মামলার ১১ জনকে ফাঁসির আদেশ দিলেন কৃষ্ণনগর আদালতের বিচারক।
৪ ফ্রেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে