বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:১৮:২১

ওসামা বিন লাদেনের গোপন তথ্য ফাঁস!

ওসামা বিন লাদেনের গোপন তথ্য ফাঁস!

আন্তর্জাতিক ডেস্ক : আল কায়দার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের গোপন তথ্য ফাঁস করে দিয়েছে বিশ্বের শীর্ষ এই সন্ত্রাসী সংগঠন।  টুইন টাওয়ারে হামলার আইডিয়া কোথা থেকে নিয়েছিলেন তা প্রকাশ করেছে সংগঠনটি।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে বিমান হামলা চালায় আল কায়দা।  আল কায়দার সাপ্তাহিক পত্রিকা আল-মাসরাহ তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে, মিসরের এক পাইলট ১৯৯৯ সালে ইচ্ছাকৃতভাবে একটি  বিমান মহাসাগরে ডুবিয়ে দেন।  ওই ঘটনায় মারা যায় ২১৭ জন আরোহী, যাদের মধ্যে ১০০ জন মার্কিন নাগরিক ছিল।

ওই পাইলটের নাম ছিল গামিল আল-বাতৌতি।  যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে কায়রো আসার পথে আল-বাতৌতি বিমানটি ইচ্ছাকৃতভাবে আটলান্টিক মহাসাগরে ডুবিয়ে দেন তিনি।

আল-বাতৌতির ওই ঘটনা থেকে ধারণা নেন ওসামা বিন লাদেন।  বিমান দুর্ঘটনার কথা শোনার পর লাদেন নাকি বলেছিলেন, কেন সে (বাতৌতি) বিমানটি পাশের কোনো ভবনের ওপর ফেলল না।  এরপরই বিমান দিয়ে যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা করেন তিনি।

আল কায়দার সাময়িকী আল-মাসরাহতে ‘সেপ্টেম্বর ১১ হামলা- না বলা গল্প’ শিরোনামের একটি প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

 উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলা নিয়ে নানা বিতর্ক রয়েছে।  এরপরও আল কায়দার সাময়িকীটিতে হামলার বিষয়ে লাদেনের যে পরিকল্পনা ছিল তা-ই প্রমাণ করে।  তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া
৪ ফ্রেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে