বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:২১:৫০

যানজটে একটানা ১২ দিন!

যানজটে একটানা ১২ দিন!

আন্তর্জাতিক ডেস্ক : যানজটে একটানা ১২ দিন! ঘটনা ২০১০ সালের।  চীনে এক মারাত্মক ট্রাফিক জ্যাম হয়েছিল সেই বছর।  বেজিং-তিব্বত হাইওয়েতে সূত্রপাত এই জ্যামের।

অবস্থা নিয়ন্ত্রণে আনতে চীনের সরকার বহু পুলিশ নামিয়ে দেয়।  কিন্তু জ্যামের জট কিছুতেই ছাড়াতে পারছিলেন না পুলিশ কর্মীরা।  সময় যত যাচ্ছে যানজট তত বাড়ছে।  যানজটে আস্ত একটা শহর থমকে যায়।  মানুষজনের তো বিরক্তির একশেষ।  এরকম করে একদিন কেটে গেল।  দু'রাত কেটে গেল। তিন সন্ধ্যায় ঘরে ফেরা হলো না।  যানজট নিরসন তো দূরের কথা, বেড়েই চলেছিল।  

দৈর্ঘ্য ছাড়াল ১০০ কিলোমিটার।  বেশির ভাগ গাড়িই খাদ্য, তেল ও অন্যান্য মালবাহী।  যেসব খাদ্য রেফ্রিজারেটরে ছিল না সেগুলো পচা শুরু করে হলো। সেই সঙ্গে ড্রাইভার ও যাত্রীরা পড়েছে খাদ্য সংকটে।

আশপাশের গ্রামের লোকজন সাইকেলে করে খাবার আর পানি বিক্রি করছে চড়া দামে।  প্রাকৃতিক কর্ম সারতেও মহাবিপদে।  শেষ অবধি জ্যামের জট খুলতে সময় লাগে ১২ দিন।
৪ ফ্রেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে