বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৪৬:৪৪

ইয়েমেনি হামলায় সৌদির ৪টি নৌযান ধ্বংস

ইয়েমেনি হামলায় সৌদির ৪টি নৌযান ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের জনপ্রিয় প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনীর হামলায় দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পানিসীমায় সৌদি আরবের চারটি নৌযান ধ্বংস হয়েছে। সৌদি আরবের বর্বর হামলার প্রতিশোধে ইয়েমেনের সেনারা হামলা চালালে এসব বিপর্যয়ের মুখে পড়ে সৌদি সৌদি বাহিনী। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

সৌদি নৌযানগুলো ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশে অবস্থিত মোচা বন্দরের দিকে অগ্রসর হওয়ার সময় আজ (বৃহস্পতিবার) ভোরে সেনাবাহিনীর ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সাহায্যে সেগুলো ধ্বংস হয়। ইয়েমেনের 'আল-মাসিরা' টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।

ইয়েমেনে সৌদি বাহিনীর বিমান হামলা ও নৌ অবরোধ জোরদার করার লক্ষ্যে সৌদি আরব দেশটির বিভিন্ন উপকূলীয় এলাকায় সামরিক নৌযান মোতায়েন করেছে। এছাড়া, ইয়েমেন বাহিনী দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশে গতকাল (বুধবার) ভোরে একটি সৌদি গোয়েন্দা বিমান গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়। সৌদি বাহিনী গতকাল ইয়েমেনের আমরান প্রদেশের বিভিন্ন এলাকায় বর্বরোচিত বোমা হামলা চালিয়েছে।একটি সিমেন্ট কারখানার ওপর সৌদি বাহিনীর বিমান হামলায় অন্তত ১৫ ব্যক্তি নিহত এবং ৪৪ জন আহত হয়।

গত বছরের মার্চ থেকে ইয়েমেনে বিমান হামলা শুরু করে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। তবে আগ্রাসন সত্ত্বেও এ পর্যন্ত পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় বসাতে বা জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনকে দমন বা তাদের শক্তি খর্ব করতে পারে নি আলে সৌদ সরকারের আগ্রাসী বাহিনী।

যুদ্ধের শুরুর পর থেকে এ পর্যন্ত ৮,২৭০ জনের বেশি ব্যক্তি নিহত এবং ১৬,০১৫ ব্যক্তি আহত হয়েছেন। নিহতদের মধ্যে ২,২৩৬টি শিশু রয়েছে। সৌদি বাহিনীর বর্বরোচিত হামলায় ইয়েমেনের বহু হাসপাতাল, স্কুল ও কারখানাসহ অনেক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে