শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৩০:৪৮

আমি বলছি, মুসলিমরা আমেরিকার জন্য সম্পূর্ণ উপযুক্ত : বারাক ওবামা

আমি বলছি, মুসলিমরা আমেরিকার জন্য সম্পূর্ণ উপযুক্ত : বারাক ওবামা

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপ ও আমেরিকার দেশগুলোতে একের পর এক সন্ত্রাসী হামলার দায় গিয়ে পড়ছে মুসলিমদের উপর। এসব ঘটনায় মুসলিমরাও রয়েছে বেকায়দায়। এমনকি ফ্রান্সের সন্ত্রাসী হামলার পর সে দেশটির মুসলমানদের উপর চলছে নানা রকম শারীরিক ও মানসিক নির্যাতন।

তবে বিশ্বে মুসলমানদের প্রতি পশ্চিমাদের এই যখন আচরণ, তখন মুসলিমদের পাশে এসে দাঁড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। বারাক ওবামার মুসলিমদের উদ্দেশ্যে বক্তব্য রেখে দারুণভাবে আলোচিত হচ্ছেন বিশ্ব মুসলিম উম্মাহ কাছে। বর্তমানে মুসলিমদের কাছে এই মার্কিন প্রেসিডেন্ট এখন একজন সুপার হিরো হিসেবেই বিবেচ্য হচ্ছেন।

বুধবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রের বাল্টিমোর কাউন্টির একটি মসজিদে এসে প্রায় ২০০ মার্কিন মুসলিম প্রতিনিধির উদ্দেশে বক্তব্য রেখেছেন।

তিনি সেখানে মুসলিমদের আশ্বস্থ করে বলেছেন, ‘আপনারা শুধু মুসলিম নন বা শুধু আমেরিকান নন, আপনারা একই সঙ্গে মুসলিম ও আমেরিকান। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি বলছি, আপনারা এই দেশের জন্য সম্পূর্ণ উপযুক্ত।’

বাল্টিমোর কাউন্টির ইসলামিক সেন্টারে আগমন ছিল ওবামার জন্য যুক্তরাষ্ট্রের কোনো মসজিদে প্রথমবারের মতো আসা। সাম্প্রতিক সময়ে একাধিক সন্ত্রাসী ঘটনা ও রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীদের ইসলামবিরোধী মনোভাবের ফলে যুক্তরাষ্ট্রে মুসলিমবিদ্বেষ নাটকীয়ভাবে বেড়ে গেছে।

তার বক্তব্যে এবং মুসলিম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সময় ওবামা তাদের এই বলে আশ্বস্ত করার চেষ্টা করেন যে, মুসলিমরা অন্যান্য ধর্মবিশ্বাসীর মতোই মার্কিন পরিবারের সদস্য।

ওবামা আরও বলেন, ‘যারা আমাদের বিভক্ত করতে চায়, আমাদের উচিত হবে তাদের রাজনীতিকে প্রত্যাখ্যান করা।’

ওবামা বলেন, এই দেশের একদম শুরু থেকেই মুসলিমরা দেশ গড়ায় অংশগ্রহণ করেছে।

তিনি বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্যি, শুধু কোনো সন্ত্রাসী হামলার পরেই আমেরিকার মানুষ মুসলিমদের নাম শুনতে পায়। এ অবস্থার পরিবর্তন হওয়া দরকার।

ওবামা বলেন, মার্কিন টেলিভিশন অনুষ্ঠানগুলোতে আরও অধিক সংখ্যায় ইতিবাচক মুসলিম চরিত্র দেখানো উচিত। সেই সাথে তিনি আরও মনে করিয়ে দেন, একটা সময় ছিল যখন এ দেশের টিভিতে কালো মানুষদেরও দেখা যেত না।
৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে