শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৪২:৫৫

এক ভাইরাসে আক্রান্ত ৪০ লাখ মানুষ, এবার পাড়ি দিয়েছে মহাসাগর

এক ভাইরাসে আক্রান্ত ৪০ লাখ মানুষ, এবার পাড়ি দিয়েছে মহাসাগর

আন্তর্জাতিক ডেস্ক : একটি মাত্র ভাইরাস। তাতেই আক্রান্ত হয়েছেন অন্তত ৪০ লাখ মানুষ। দক্ষিণ ও উত্তর আমেরিকার পর এবার সেই ভাইরাস ঢুকে পড়েছে ইউরোপে। এশিয়াতেও ছড়িয়ে ক্রান্ত পরার আশংকা করা হচ্ছে। অবস্থা এতটাই সংকটাপন্ন যে, দুনিয়াজুড়ে জরুরী অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরিস্থিতির উন্নতি না হাওয়া পর্যন্ত এটি বলবত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

একজন গর্ভবতী নারীর শরীরে জিকা ভাইরাসের নমুনা পাওয়া গেছে ইউরো জোনের দেশ স্পেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, কয়েকদিন আগেই ঐ নারী কলম্বিয়া থেকে ফিরেছেন।

ধারণা করা হচ্ছে তিনি সেখানেই আক্রান্ত হয়েছিলেন। এই প্রথম ইউরোপে জিকা ভাইরাস আক্রান্ত কোন রোগী শনাক্ত হল।

জিকা ভাইরাসে মস্তিষ্কে ত্রুটি নিয়ে শিশু জন্মের হার বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ মাসের শুরুতেই বিশ্বব্যাপী জরুরী অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গত কয়েক মাসে শুধুমাত্র লাতিন আমেরিকার দেশ ব্রাজিলেই ছোট আকারের মস্তিষ্ক নিয়ে চার হাজারের বেশি শিশু জন্ম নিয়েছে।

রোগটি এতটাই দ্রুত ছড়াচ্ছে যে দক্ষিণ ও উত্তর আমেরিকায় এ বছর ৪০ লাখের মতো মানুষ এতে আক্রান্ত হতে পারে বলে আশংকা করা হচ্ছে।

এদিকে, গবেষকরা বলছেন, ব্যবহারের উপযোগী একটি প্রতিষেধক তৈরি করে বাজারে ছাড়তে দশ বছর সময় লেগে যেতে পারে।
০৫ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে