শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৫৪:০৭

মুগ্ধতার সাথেই কোরআন তেলাওয়াত শুনলেন ওবামা

মুগ্ধতার সাথেই কোরআন তেলাওয়াত শুনলেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব মিডিয়া এখন সবচেয়ে আলোচ্য বিষয় মসজিদে বারাক ওবামার বক্তব্য। এ নিয়ে বিশ্বজুড়ে যেমন আলোচনা হচ্ছে, তেমন সমালোচনা চলছে সমান তালে।

তবে বিশ্ব মুসলিমদের কাছে বারাক ওবামা অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন বাল্টিমোরের মসজিদে মুসলিম প্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তব্য রেখে।

বাল্টিমোরের যে মসজিদে ওবামা ভাষণ দেন, সেটি আমেরিকার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ ইসলামিক প্রতিষ্ঠান। বুধবার প্রেসিডেন্ট বারাক ওবামা সেখানে উপস্থিত প্রায় ২০০ মার্কিন মুসলিম প্রতিনিধির উদ্দেশ্যে ওই ভাষণ দেন।

সেখানে ভাষণ দেয়ার পূর্বে ওবামা মসজিদের ইমাম ইয়াসিন শেখ ও মার্কিন অসি চালনা দলের একমাত্র মহিলা মুসলিম সদস্য ইবতিহাজ মোহাম্মদের সঙ্গে আলাদা করে কথা বলেন।

এখানে ওবামা ভাষণ শুরু করার আগে যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ ও পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। আর সেই কোরআন তেলওয়াত বেশ  ‍মুগ্ধতার সাথেই শুনছিলেন বারাক ওবামা।

এদিকে ওবামার মসজিদে আগমন নিয়ে আলোচনার পাশাপাশি বেশ সমালোচনার জন্ম দিয়েছে। কোনো কোনো রক্ষণশীল ভাষ্যকার ওবামার মসজিদে আগমনের সিদ্ধান্তের কড়া সমালোচনাও করেছেন।

টিভি নেটওয়ার্ক ফক্স এক বিশেষ প্রতিবেদনে স্মরণ করিয়ে দেয় যে, বাল্টিমোরের এই মসজিদেই মুসলিম ব্রাদারহুডের সদস্য মোহাম্মদ আল-শেখ ও সন্ত্রাসী হিসেবে চিহ্নিত আনোয়ার আল-আলাকি একসময় ধর্ম প্রচারে নিয়োজিত ছিলেন।

হেরমেন কেইন, ২০১২ সালে যিনি রিপাবলিকান পার্টির হয়ে প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছিলেন, ফক্সের ওই প্রতিবেদনে বাল্টিমোরের মসজিদটিকে ‘সন্ত্রাসীদের ঘাঁটি’ হিসেবে বর্ণনা করেন।

ওবামার ভাষণের সময় মসজিদের বাইরে অল্পসংখ্যক ব্যক্তিকে ইসলামবিরোধী স্লোগান দিতেও দেখা যায়।

এক ই-মেইল বার্তায় ওবামার অন্যতম সহকারী, বাংলাদেশি বংশোদ্ভূত রুমানা আহমেদ মার্কিন প্রেসিডেন্টের মসজিদের আগমনকে স্বাগত জানিয়ে বলেছেন, ৯/১১-এর আক্রমণের পর অনেক মুসলিমের মতো তাকেও বিদ্বেষ ও বৈষম্যের সম্মুখীন হতে হয়।

রুমানা বলেন, ‘আজ আমি নিজের মাথা আবৃত করে হোয়াইট হাউসে কাজ করি ও একজন মুসলিম-আমেরিকান হিসেবে এই দেশকে সেবা করি।’
৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে