শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৪০:৪৭

রণ প্রস্তুতি শেষ করে যুদ্ধের ঘোষণা দিল সৌদি, ইরানের কড়া হুঁশিয়ারি

রণ প্রস্তুতি শেষ করে যুদ্ধের ঘোষণা দিল সৌদি, ইরানের কড়া হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : এবার নতুন এক যুদ্ধের প্রস্ততি নিচ্ছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সুন্নি দেশ সৌদি আরব। এবার প্রক্সি নয়, সরাসরি যুদ্ধে নামছে দেশটি। সৌদির এই রণ প্রস্তুতির প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে চির প্রতিদ্বন্দ্বী শিয়া রাষ্ট্র ইরান। যুদ্ধ শুরু হলে দেশটিকে চড়া মূল্য দিতে হবে বলেও সতর্ক করা হয়েছে।

গত বছরের মার্চ থেকে শুরু হওয়া ইয়েমেনে সৌদি জোটের সামরিক অভিযান শেষ না হতেই এবার আরেক প্রতিবেশি সিরিয়ায় স্থল অভিযানের জন্য সেনা পাঠাতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে সৌদি আরব।

দেশটির বলেছে, সিরিয়ায় সন্ত্রাস-বিরোধী অভিযানে জড়িত মার্কিন নেতৃত্বাধীন জোট যদি স্থল অভিযানের সিদ্ধান্ত নেয় তবে তাতে সেনা পাঠাতে সৌদি আরব প্রস্তুত রয়েছে।

সরকারি চ্যানেল আল-আরাবিয়া টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ আনসারি।

এদিকে, আইএস বিরোধী কথিত যুদ্ধে ওয়াশিংটন জোট সদস্যদের কাছ থেকে আরো বেশি সহযোগিতা চায় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কিরবি। পাশাপাশি তিনি আরো বলেছেন, পর্যালোচনা না করা পর্যন্ত এ বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলতে চায় না মার্কিন পররাষ্ট্র দফতর।

সিরিয়ায় আইএস বিরোধী কথিত বিমান হামলায় জড়িত মার্কিন নেতৃত্বাধীন জোটের অন্যতম সদস্য সৌদি আরব। ২০১৪ সালের আগস্ট মাস থেকে এ জোট সিরিয়ার ভেতরে বিমান হামলা চালাচ্ছে। দামেস্ক বা জাতিসংঘের অনুমতি ছাড়াই এ অভিযান শুরু করেছে মার্কিন নেতৃত্বাধীন জোট।

তবে, তাদের হামলায় আইএসের কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে আজ পর্যন্ত তা পরিষ্কার নয়। বরং এ জোটের হামলায় সিরিয়ার বহু অবকাঠামো ধ্বংস ও বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে খবর বের হয়েছে।
০৫ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে