শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:২৭:২১

সৌদির পর যুদ্ধের গোপন প্রস্তুতি তুরস্কের, কড়া নজর রাখছে রাশিয়া

সৌদির পর যুদ্ধের গোপন প্রস্তুতি তুরস্কের, কড়া নজর রাখছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পর এবার তার ঘনিষ্ট মিত্র তুরস্কও অভিন্ন শত্রুর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তুর্কি সেনারা ক্রমবর্ধমান নানা লক্ষণ থেকে এটি দিন দিন স্পষ্ট বোঝা যাচ্ছে বলে দাবি করেছে রাশিয়া। তুরস্কের এই রণ প্রস্তুতির প্রতি কড়া নজর রাখছে রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশিনকোভ বলেছেন, তুরস্ক সিরিয়ায় সামরিক অভিযান চালানোর জন্য গোপনে প্রস্তুতি নিচ্ছে।

এদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাও বলেছেন, সিরিয়া-সীমান্তে তুর্কি সেনা তৎপরতা জোরদারের জন্যই আঙ্কারা এই ভিত্তিহীন অভিযোগ তুলেছে যে রুম জঙ্গি বিমানগুলো তুরস্কের আকাশ-সীমা লঙ্ঘন করেছে। রাশিয়ার একটি বিমানও তুর্কি আকাশাসীমা অতিক্রম করেনি বলে তিনি জোর দিয়ে উল্লেখ করেন।

মস্কো এ ধরনের ভিত্তিহীন অভিযোগের জবাবে বার বার প্রমাণ চাইলেও তুর্কি সরকার কোনো প্রমাণ দেখাতে ব্যর্থ হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মন্তব্য করেন।

গত ৩০ জানুয়ারি তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগ করে যে রাডারের মাধ্যমে বার বার হুঁশিয়ারি দেয়া সত্ত্বেও রাশিয়ার একটি সুখো-৩৪ মডেলের জঙ্গি বিমান তুর্কি আকাশ-সীমা লঙ্ঘন করে।

এ ঘটনার পর আঙ্কারা রুশ রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে কঠোর প্রতিবাদ ও নিন্দা জানায়। তুর্কি আকাশসীমা লঙ্ঘনের ঘটনা কোথায় ঘটেছিল সে সম্পর্কে আঙ্কারা কিছুই বলেনি।
০৫ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে