আন্তর্জাতিক ডেস্ক : ছোট্ট একটি মেয়ের আর্তনাদ ‘আমার বাবাকে ফিরিয়ে দাও’। হুইল চেয়ারে বসা অসুস্থ বাবাকে নিয়ে পথচারীদের কাছে এমনই আর্তনাদ করছে সিরিয়ার ছোট্ট মেয়েটি। আর সে ছবি প্রকাশ করেছে রয়র্টাস।
যে ছবিটি দেখে পুরো দুনিয়া থমকে দাঁড়িয়েছে। ছবিটি দেখামাত্রই যেন গোটা বিশ্বের মানুষের বুকে বেজে উঠে সেই ছোট্ট মেয়েটির রোদন ‘আমার বাবাকে ফিরিয়ে দাও’।
সিরিয়ায় কী অবস্থা এখন? সেই ছবিটিই তার জ্যান্ত প্রতিকৃতি। যন্ত্রণা থমকে থাকা এক উপখ্যান।
ছবিতে দেখা যাচ্ছে, সিরিয়ার রাস্তায় হাহাকার করছে ছোট্ট একটি মেয়ে। পাশে হুইলচেয়ারে মাথায় হাত দিয়ে বসে বাবা। সম্ভবত কাঁদছেন। পথচারীদের দেখামাত্র পায়ে পড়ছেন মেয়েটি আর চিৎকার করে বলছেন ‘আমার বাবাকে ফিরিয়ে দাও’।
মেয়েটির বাবা প্রচণ্ড অসুস্থ। একটু একটু করে তিনি এগোচ্ছেন মৃত্যুর দিকে। কিন্তু চিকিৎসার সামর্থ্য নেই। বাবাকে হুইলচেয়ারে বসিয়ে রাস্তায় নেমে পড়েছে এই ছোট্ট মেয়েটি। উদ্দেশ্য বাবাকে ফিরে পাওয়ার বাসনা। বাবা ছাড়া যে মেয়েটির আর কেউ নেই। সিরিয়ার দৌমা শহরের এই মেয়ে এখন বিধ্বস্ত একটি দেশের সবথেকে জীবন্ত বিজ্ঞাপন।
৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন