আন্তর্জাতিক ডেস্ক : এবার ট্যুরিস্টদের উৎসাহিত ও নিরাপত্তা দিতে এবার ভারত সরকার বিনামূল্যে সিম দিবেন ট্যুরিস্টদের। ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে আসা বিদেশি পর্যটকরা বিনামূল্যে এ সিম পাবেন।
ভারতের কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে। মন্ত্রণালয়ের মতে, নিরাপত্তার পাশাপাশি এই সিদ্ধান্তে বিদেশি পর্যটকদের হয়রানিও কমবে।
পর্যটন মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ও ছাড়পত্রও দিয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে একমাত্র রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএলের সিম বিদেশি পর্যটকদের ব্যবহারের জন্য দেওয়া হবে।
জানা গেছে, এদেশে পা দেওয়ার পর পর্যটকদের যে ট্যুরিস্ট কিট দেওয়া হবে, তার মধ্যেই এই সিম থাকবে। সিম ছাড়াও ট্যুরিস্ট কিটের মধ্যে ম্যাপ, পর্যটন কেন্দ্রগুলির তথ্য-সহ পুস্তিকা, আপৎকালীন যোগাযোগ নম্বর-সহ বেশ কিছু জিনিস থাকবে।
ভারতীয় দূতাবাসে না গিয়েই নিজের দেশ থেকে বিদেশি পর্যটকরা সহজেই ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসার আবেদন করতে পারেন। আবেদন মঞ্জুর হলে অনলাইনেই আবেদনকারীকে জানিয়ে দেওয়া হয়।
সেই ছাড়পত্রের প্রিন্ট আউট নিয়ে এদেশে এলে বিমানবন্দরে অভিবাসন দফতরের আধিকারিকরা বিদেশি পর্যটকদের এদেশে প্রবেশের ছাড়পত্র দেন।
আপাতত দেশের ১৬টি বিমানবন্দরে এই সুবিধা রয়েছে। বর্তমানে ১১৩টি দেশের নাগরিকদের ই-ট্যুরিস্ট ভিসা দেওয়া হলেও আগামী মার্চ মাসের মধ্যে ১৫০টি দেশের নাগরিকদের এই সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
প্রধানত, ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, জার্মানি এবং অষ্ট্রেলিয়া থেকে আসা পর্যটকরাই সবথেকে বেশি সংখ্যায় ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসার সুবিধা নেন।
৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন