শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:৩৫:৪৭

চোর ধরতে গিয়ে অজগর দলের সন্ধান!

চোর ধরতে গিয়ে অজগর দলের সন্ধান!

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় প্রতিদিনই হাঁস, মুরগি, ছাগল উধাও।  মহাটেনশনে গ্রামবাসী।  চোর ধরতে পুলিশে খবর না দিয়ে গ্রামে পাহারা বসিয়েছিলেন আলিপুরদুয়ারের কুমারগ্রামের লোকজন।

কিন্তু চোর আর ধরা পড়ে না।  বন্ধ করা যায়নি হাঁস, ছাগল, মুরগি উধাওয়ের ঘটনা।  শেষ পর্যন্ত অবশ্য কারণ জানা গেল।  চুরির পেছনে রয়েছে অজগর বাহিনী।

গ্রামের পাশেই বাস করে আসছিল অজগর ফ্যামিলি।  কুমারগ্রামের পাশে ঘোলানি নদীর ধারে একটি গাছের গোড়ায় রয়েছে বিশাল গর্ত।  সেই গর্তেই বাস করে সাত থেকে আটটি অজগর।

অজগরের গ্রাসে উধাও হওয়া হয়ে যেত হাঁস-মুরগি-ছাগল।  এখন গ্রামের প্রায় সবাই প্রতিদিনই ভিড় করছেন সাপ দেখতে।  খবর যায় বন দফতরেও। বনকর্মীরা জানিয়েছেন, সাপগুলো ধরে ছেড়ে দেয়া হবে বক্সার জঙ্গলে।
৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে