শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:১৪:১১

‘মন্ত্রী হতে ছাত্রদের কাছ থেকে আবেদন’

‘মন্ত্রী হতে ছাত্রদের কাছ থেকে আবেদন’

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে ফেডারেল সরকারের মন্ত্রী করার জন্য ছাত্রদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে।  দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম তার টুইটার অ্যাকাউন্টে এ বিজ্ঞপ্তি দিয়েছেন।

এতে তিনি বলেছেন, মন্ত্রিসভায় এই মন্ত্রী তরুণদের মুখপাত্র হিসেবে কাজ করবেন।  গত দু‘বছরে যারা স্নাতক ডিগ্রি অর্জন করেছেন অথবা যারা স্নাতক শেষ বর্ষে পড়াশুনা করছেন, তারা আবেদন করার যোগ্য হবেন।

তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে তিনজন পুরুষ এবং তিনজন নারীকে এ পদে মনোনয়ন দেয়ার আহ্বান জানিয়েছেন।  তার মতে, আরব সমাজের অর্ধেকই হচ্ছে তরুণ, সুতরাং দেশ শাসনে তাদের একটা ভূমিকা থাক খুবই যৌক্তিক।

সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিপরিষদের ওয়েবসাইটেও এই মন্ত্রী পদে লোক চেয়ে বিজ্ঞাপন আছে।  প্রার্থীর বয়স হতে হবে ২৫ বছরের কম।  যোগ্য প্রার্থীকে তরুণদের আশা-আকাঙ্ক্ষা ধারণ করতে হবে।

এই ব্যতিক্রমী পদক্ষেপে বিস্ময় সৃষ্টি হয়েছে দেশটিতে।  এক ছাত্র বলেছেন, অনেকে আমাদের খুব বেশি তরুণ বলে মনে করে।  অথচ লোকে যেটা বুঝতে পারে না তা হলো আমাদের ধ্যান-ধারণা থেকেও দেশ উপকৃত হতে পারে।  সূত্র : বিবিসি
৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে