শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:০৮:৪১

পৃথিবীর যেদেশে মিনিটে ২৮ বার বাজ পড়ে!

পৃথিবীর যেদেশে মিনিটে ২৮ বার বাজ পড়ে!

আন্তর্জাতিক ডেস্ক : হরহামেশায় বাজ পড়ার খবর শোনা যায়। পৃথিবীর সব দেশেরই এই ধরণের ঘটনা ঘটে থাকে। কিন্তু এমন ঘটনাও ঘটে চলেছে যা শোনলে সত্যি আপনি অবাক হবেন! পৃথিবীর মানচিত্রে ছোট একটি দেশ ভেনিজুয়েলা এই দেশেই প্রতিমিনিটেই এমন ঘটনা ঘটে থাকে। ভেনিজুয়েলার মারাকাইবো লেক। প্রতি মিনিটে মারাকাইবো লেকের আকাশে গড়ে ২৮ বার বিদ্যুৎ চমকানো দেখা যায়।

বিজ্ঞানীরা বলছেন, ‘সারা বিশ্বে ভেনিজুয়েলার মারাকাইবো লেকই হল এমন একটি স্থান যেখানে সবথেকে বেশি সময় জুড়ে 'বিদ্যুৎ চমকানো বা বাজ পড়তে দেখা যায়। বছরের ৩৬৫ দিনের মধ্যে ৩০০ দিনই ভেনিজুয়েলার মারাকাইবো লেকের আকাশে বিদ্যুৎ চমকে ওঠে একই রকম ভাবে। যার কারণে, গিনেস বুকে বিশ্ব রেকর্ডের তালিকায় একটি স্থানও অর্জন করে ফেলেছে ভেনিজুয়েলার মারাকাইবো লেক’।

বিজ্ঞানীরা এও বলছেন, ‘নাসা থেকে একটি স্যাটেলাইট ভেনিজুয়েলার মারাকাইবো লেকের ওপর নজরদারি করার জন্য ব্যবহার করা হচ্ছে। কেন এমনটা হয়, তা নিয়ে অনেক গবেষণা করেও কোনো কূল কিনারা এখনো পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি। তবে গবেষণার গতি আরো বেড়েছে, বিজ্ঞানীরা জানার চেষ্টা করছেন কেবলমাত্র ভেনিজুয়েলার মারাকাইবো লেকেই এমনটা কেন হয়’?
৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে