শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:২৩:৫৭

এবার বর্ণবাদের শিকার এক প্রতিরক্ষা মন্ত্রী

এবার বর্ণবাদের শিকার এক প্রতিরক্ষা মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমা দেশের হয়ে কাজ করা ভারতের বহু কল সেন্টার কর্মীর মুখে শোনা যায় কানাডার মানুষদের বর্ণবিদ্বেষের কথা। অনেকেই ফোনে তুলে ভারতীয় কণ্ঠস্বর বুঝলেই ফোন রেখে দেন। এবার সেই তালিকায় নাম লেখালেন কানাডার প্রতিরক্ষা মন্ত্রী হরজিৎ সাজ্জান। সংসদ ভবনের মধ্যেই তাকে কটাক্ষ করলেন বিরোধী দলের সাংসদ ও কানাডার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী জ্যাসন কেনি।

ভারতীয় বংশোদ্ভূত হরজিৎ সাজ্জান গত নভেম্বর থেকে কানাডার প্রতিরক্ষা মন্ত্রনালয়ের দায়িত্ব পালন করে আসছেন। কানাডার সংসদ ভবনে প্রশ্নোত্তর পর্বে তখন জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে কানাডার সেনা অভিযানকে কেন্দ্র করে বিরোধীদের প্রশ্নে জর্জরিত সেদেশের প্রতিরক্ষা মন্ত্রী। বিরোধীদের উপযুক্ত জবাবও দিয়েছিলেন মন্ত্রী হরজিৎ। পাঁচ বছর বয়সে জন্মভূমি ত্যাগ করলেও তার কথার টানে এখনো রয়ে গিয়েছে 'ভারতীয় ছাপ'। চিরাচরিত নিয়মে তা অপছন্দ ছিল সাংসদ জ্যাসনের। হরজিৎ সাজ্জানের জবাবের পরেই তিনি বলে ওঠেন, 'প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য বুঝতে সব সাংসদদের 'ইংলিশ টু ইংলিশ' অভিধান লাগবে।'

প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রীর এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে সমালোচনার ঝড় উঠেছে সমগ্র কানাডায়। ওই দেশের একাধিক মন্ত্রী সাংসদ জ্যাসন কেনির 'অবাঞ্ছিত মন্তব্যে'র জন্য তাকে ক্ষমা চাওয়ার কথাও বলেছেন। বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে উপচে পড়ছে জ্যাসন বিরোধী মন্তব্য। পরিস্থিতি সামাল দিতে তিনি বলেছেন, 'হরজিৎ সাজ্জান অত্যন্ত বুদ্ধিমান মানুষ। কানাডার নাগরিকত্ব গাইডের আবিষ্কারে তিনি একজন রোল মডেল।' তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে জানিয়েছেন সাংসদ জ্যাসন কেনি।
৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে