শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৩২:৫৮

কথা রাখতে পারলেন না প্রধানমন্ত্রী!

কথা রাখতে পারলেন না প্রধানমন্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক : সংখ্যালঘু প্রতিবাদীদের বিক্ষোভে সামিল হচ্ছে জোটসঙ্গীরাও৷ আর তাই নিজের দেশে ক্রমাগত কোণঠাসা হয়ে পড়ছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি৷ অবস্থা এমন জায়গায় পৌঁছেছে, যে কোনো সময় ক্ষমতাচ্যুত হতে পারেন ওলি৷ আর তাতেই বাড়ছে চিন্তা৷ রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

নেপালের প্রথম গণতান্ত্রিক সংবিধান বলবত্‍ করার প্রশ্নে একমত ওলির জোটসঙ্গীরা৷ কিন্তু সমস্যা অন্য জায়গায়৷ প্রায় চার মাস আগে ক্ষমতায় আসার সময় ওলি প্রতিশ্রুতি দিয়েছিলেন, নেপালের দক্ষিণাংশে মদেশি-সহ অন্য সংখ্যালঘুদের বিক্ষোভ মেটানোর ব্যবস্থা করবেন৷ ভারত-নেপাল সীমান্তের নিষেধাজ্ঞা তুলে দেয়ার কথা বলেছিলেন৷ কিন্তু এই ক'মাসে সেই প্রতিশ্রুতির সিকি ভাগও পূরণ করতে পারেন নি তিনি।

প্রতিবাদী নেতারা অভিযোগ তুলেছেন, শান্তি ফেরানোর কোনো উদ্যোগই সরকার নিচ্ছে না৷ আর সে ব্যাপারে গলা মিলিয়েছেন ওলির জোটসঙ্গীরাও৷
৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে