শনিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৫৫:০২

ভূমিকম্পে ধসে পড়ল ১৭ তলা ভবন, বহু লোক হতাহত

ভূমিকম্পে ধসে পড়ল ১৭ তলা ভবন, বহু লোক হতাহত

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে ১৭ তলা একটি ভবন ধসে মাটির সাথে মিলে গেল। কম্পটির মাত্রা রিখটার স্কেলে ৬.৭। এ ঘটনায় এখন পর্যন্ত ১২৮ জনকে উদ্ধারের খবর পাওয়া গেছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্তত ৫ জন নিহত এবং আরো ১৫৫ জন আহত হয়েছেন।

প্রাথমিক ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৬.৭ বলে জানায় ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। পরে তা কমিয়ে ৬.৪ বলে সংস্থাটি। তবে কোনো সুনামি সর্তকতা জারি করা হয়নি।

বাংলাদেশ সময় শুক্রবার রাত ১টা ৫৭ মিনিটে তাইওয়ানে ভূমিকম্পটি আঘাত হানে। দেশটির দক্ষিণাঞ্চলীয় ইউজিং থেকে ২৫ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তি।

একই সময়ে নেপালে শুক্রবার রাতে ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় রাত ১০টা পাঁচ মিনিটে রিখটার স্কেলে পাঁচ দশমিক দুই মাত্রার এই ভূমিকম্প নেপালে আঘাত হানে। এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প পর্যবেক্ষণকারী মার্কিন সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের বরাত দিয়ে জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরেই।

ভূমিকম্পে কাঠমান্ডু কেঁপে উঠে। এ ছাড়া ভারতের বিহারের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় এই কম্পন অনুভূত হয়। তবে আজকের ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গত বছরের ২৫ এপ্রিল নেপালে ৭.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ৮ হাজার মানুষ নিহত হয়। ওই ভূমিকম্পের পরও কয়েকবার ছোট ছোট আকারের ভূমিকম্প হয়েছে দেশটিতে।
০৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে