শনিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৩৮:৫২

সৌদির নেতৃত্বে নতুন যুদ্ধে নামছে আরব দেশগুলো!

সৌদির নেতৃত্বে নতুন যুদ্ধে নামছে আরব দেশগুলো!

আন্তর্জাতিক ডেস্ক : কিছু দিন আগেই ৩৪টি দেশ নিয়ে নতুন 'ইসলামি সামরিক জোটের ঘোষণা দিয়েছিল সৌদি আরব। বৃস্পতিবার সৌদি জানায় তাদের সেনারা স্থল অভিযানের জন্য সম্পুর্ণভাবে প্রস্তুত। একই সময়ে সোদির আরেক মিত্র তুরস্ক অভিন্ন শত্রুর বিরুদ্ধে তাদের সেনাদের প্রস্তুত করছে বলে জানিয়েছে রাশিয়া। এর পর পরই উপসাগরীয় আরেক মিত্র বাহরাইনও স্থল অভিযানে সেনা পাঠাতে প্রস্তুতির কথা ঘোষণা করল। ফলে এখন মধ্যপ্রাচ্যে নানা সমীকরণ দেখা যাচ্ছে। তবে এবারের যদ্ধ ক্ষেত্র ইয়েমেনের মতো সহজ নয়, অনেক বেশি জটিল।

জঙ্গিগোষ্ঠী আইএসের সাথে মার্কিন নেতৃত্বাধীন জোটের লড়াইয়ের অংশ হিসেবে
সিরিয়ায় স্থল অভিযানে সেনা পাঠাতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে উপসাগরীয় দ্বীপ বাহরাইন। দেশটি প্রধান মিত্র সৌদি আরব সিরিয়ায় স্থল অভিযান চালানোর ঘোষণার একদিন পরে বাহরাইন এ ঘোষণা দিল।

ব্রিটেনে নিযুক্ত বাহরাইনের রাষ্ট্রদূত শেখ ফাওয়াজ বিন মোহাম্মদ আল-খলিফা শুক্রবার এক বিবৃতিতে বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধে সৌদির সাথে যুগপৎভাবে বাহরাইন কাজ করতে চায়। সিরিয়ায় স্থল অভিযানে সেনা পাঠাতে বাহরাইন প্রস্তুত।

তিনি আরো বলেন, সংযুক্ত আরব আমিরাতও স্থল অভিযানে অংশগ্রহণ করতে ইচ্ছুক। আরব আমিরাত সৌদি প্রভাবিত উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) অন্যতম সদস্য দেশ।

গত বৃহস্পতিবার সৌদি আরব জানিয়েছে, মার্কিন জোট সিরিয়ায় স্থল অভিযান চালানোর প্রয়োজনীয়তা বোধ করলে সৌদি তাদের সেনাবাহিনী পাঠাতে প্রস্তুত।
০৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে