আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সরাসরি আক্রমণ করলেন তুরস্ক। এবার গুরুতর অভিযোগ এনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোগান। শুধু তাই নয়, এ জন্য মস্কোকে জবাবহিদি করতে হবে বলেও হুঁশিয়ার করেছে আঙ্কারা। সরাসরি এই আক্রমণের ফলে উভয় দেশের মধ্যে চলমান উত্তেজনা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাল্টা আক্রমণ করতে পারেন পুতিনও।
বলেছেন, সিরিয়ায় চালানো হত্যাকাণ্ডের জন্য রাশিয়াকে জবাবদিহি করতে হবে। দোগান নিউজ এজেন্সি জানায়, এরদোগান বলেন সিরিয়ার আসাদ সরকার ও রাশিয়া মিলিতভাবে সিরীয় সীমান্তে ৪ লক্ষ লোককে হত্যা করেছে।
পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল সফররত এরদোগান শুক্রবার সেদেশের প্রেসিডেন্টের সাথে দেয়া এক যৌথ বিবৃতিতে আরো বলেন, রাশিয়া এই অঞ্চলে অনধিকার চর্চা করছে এবং মস্কোর দীর্ঘদিনের মিত্র প্রেসিডেন্ট বাশার আল আসাদের জন্য একটি ‘বুটিক রাষ্ট্র’ গঠনের চেষ্টা করছে।
তিনি বলেন, ‘সিরীয় সরকার ও রাশিয়া যৌথভাবে ৪ লাখ মানুষকে হত্যা করেছে। এর জন্য মস্কো দায়ী থাকবে।’ তার এই মন্তব্য মস্কোকে আরো ক্ষুদ্ধ করে তুলতে পারে।
গতবছরের নভেম্বরে তুর্কি আকাশসীমা লঙ্ঘণ করায় একটি রাশিয়ান বিমান গুলি করে ভূপাতিত করে তুর্কি বাহিনী। এরপর থেকে ন্যাটো সদস্য তুরস্ক ও রাশিয়ার মধ্যকার সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে।
সিরিয়ায় ৫ বছর ধরে চলা গৃহযুদ্ধে দেশ দু’টি পরস্পরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। রাশিয়ার বিমান হামলা যখন আসাদ সরকারকে শক্তিশালী করে তুলছে তখন তুরস্ক বলছে আসাদের পতনই সিরিয়া সমস্যার একমাত্র সমাধান।
০৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস