শনিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:১৫:০১

শ্রীঘরে যেভাবে আছেন বাগদাদির শ্যালিকা

শ্রীঘরে যেভাবে আছেন বাগদাদির শ্যালিকা

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক স্টেটের (আইএস) স্বঘোষিত ‘খলিফা’ আবু বকর আল-বাগদাদির শ্যালিকাও শ্রীঘরে রয়েছেন। কয়েক বছর আগে একটি ব্যর্থ আত্মঘাতী হামলা চালাতে গিয়ে আটক হন তিনি। কিন্তু কারাগারে কেমন কাটছে তার দিনকাল?

এর উত্তর খুজেছে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ। তারা জানিয়েছে, একটি ব্যর্থ আত্মঘাতী হামলা চালাতে গিয়ে কুর্দিদের হাতে গ্রেপ্তার হয়েছেন। কুর্দিস্তান রিজিওনাল সরকারের হাতে বন্দি বন্দি রয়েছেন।

২৪ বছর বয়সী দুয়া আমিদ ইবরাহিম বাগদাদির ৩ স্ত্রীর মধ্যে কনিষ্ঠ আল দুলাইমির ছোট বোন। কয়েক বছর আগে কুর্দিস্তানের ইবরিলে আত্মঘাতী বোমা হামলা চালানোর উদ্দেশ্যে প্রবেশ করলে নিরাপত্তা রক্ষীরা তার বোরকার নিচে লুকানো বোমাসহ তাকে গ্রেপ্তার করে।

কুর্দিস্তান কর্তৃপক্ষ বলছে, তার দুলাভাই প্রভাবশালী হয়ে ওঠার বেশ কয়েক বছর পূর্বে আল কায়েদার একটি মিশনে তিনি ইবরিলে এসেছিলেন। বর্তমানে তার দুলাভাই বাগদাদি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সন্ত্রাসী বলে মনে করা হচ্ছে।

ইবরাহিম একজন আল কায়েদা সদস্যের কিশোরী বিধবা।  তার ডান হাতের তর্জনিতে নিজের নামাঙ্কিত একটি ট্যাটু রয়েছে। বাগদাদী যে তার ঘনিষ্ঠ আত্মীয়, দীর্ঘদিন পর্যন্ত কুর্দি কর্তৃপক্ষের নিকট এটি অজানা ছিল। তার পরিচয় প্রকাশ হলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম তার সাক্ষাৎকার নিতে চায় কিন্তু তিনি রাজি হননি।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ‘এই ভিআইপি সন্ত্রাসীকে উচ্চ নিরাপত্তা বেষ্টিত সেলে রাখা হয়েছে। তিনি এখানে দারুন জনপ্রিয়। অন্য নারী বন্দিরা তাকে সম্মান করে। তার জঙ্গি মানসিকতা বদলানোর জন্য কর্তৃপক্ষ চেষ্টা করছে’।

জানা গেছে, কুর্দি প্রচলিত আইনে তার বিচার প্রক্রিয়া চলছে। এ আইনে তার সর্বোচ্চ শাস্তি হতে পারে ৩০-৪০ বছরের জেল।
০৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে