আন্তর্জাতিক ডেস্ক : বিনা অনুমতিতে সিরিয়ায় সৌদি সেনা পাঠানো হলে তা হবে দামেস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। রুশ সংসদের নিম্নকক্ষ দুমার প্রধান পাভেল ক্রাশেনিন নিকোভ সম্প্রতি এমনটাই দাবি করেছেন। তার মতে, সিরিয়ায় সেনাবাহিনী পাঠাতে হলে দামেস্কের কাছ থেকে আনুষ্ঠানিক সম্মতি নিতে হবে কিংবা সিরিয়ার পক্ষ থেকে আমন্ত্রণ জানাতে হবে, তা না হলে সৌদি আরব সেনাবাহিনী পাঠানোর বিষয়টিকে যুদ্ধ ঘোষণার শামিল বলে গণ্য করা হবে। আন্তর্জাতিক আইনে এটি বলা হয়েছে বলে দাবি তার।
ক্রাশেনিন নিকভ আরো জানান, সিরিয়ায় স্থল অভিযানের প্রতিশ্রুতি দিয়ে রিয়াদ এখন যুদ্ধ ঘোষণা না করেই সার্বভৌম একটি দেশে সেনা পাঠাতে চাইছে। স্থল অভিযানের জন্য সিরিয়ায় সেনা পাঠাতে প্রস্তুত বলে বৃহস্পতিবার ঘোষণা করেছে সৌদি আরব। সৌদি প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমদ আনসারি আল-আরাবিয়া টেলিভিশন চ্যানেলকে এমনটা জানিয়েছেন।
তিনি বলেছেন, সিরিয়ায় সন্ত্রাস-বিরোধী অভিযানে জড়িত মার্কিন নেতৃত্বাধীন জোট যদি স্থল অভিযানের সিদ্ধান্ত নেয় তবে তাতে সেনা পাঠাতে সৌদি আরব প্রস্তুত রয়েছে। সৌদি আরবের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার।
৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই