আন্তর্জাতিক ডেস্ক : প্রচণ্ড মারের কারণে রক্তাক্ত হয়ে পড়েছে শরীর। এই অবস্থায় হাতজোড় করে মিনতি করে যাচ্ছেন তিনি। দেশের বিদ্রোহীদের কাছে নিজের প্রাণভিক্ষার আবেদন জানালেন এই ভাবেই। এক সময়ের ক্ষমতাধর নেতা, লিবিয়ার নাষ্ট্রনায়ক মুয়াম্মর আল গাদ্দাফি তখন নিজের প্রাণ বাঁচাতেই ব্যস্ত। সম্প্রতি পাওয়া গেলো এমনই একটি ভিডিও ফুটেজ।
বিদ্রোহীদের ভয়ে একটি নালার মধ্যে লুকিয়ে ছিল গাদ্দাফি। সেখানে থেকে তাকে টেনে হিঁচড়ে বের করেন আনেন এক বিদ্রোহী। তারপরই শুরু হয় বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক মার। মাটিতে লুটিয়ে পড়ে রক্তাক্ত গাদ্দাফি। হাতজোড় করে মিনতি জানাতে থাকে তাকে প্রাণে না মারার জন্য। কিন্তু সে প্রাণভিক্ষার দিকে মন দেয়ার কোনো সময় নেই কারোর। গাদ্দাফির মাথায় ঠেকানো তখন বন্দুক। অবশেষে টিগার চাপা হলো আর চিরজীবনের জন্য বিদায় নিলেন এককালের লিবিয়ার সেই ক্ষমাধর নেতা।
যে বিদ্রোহী নালা থেকে টেনে বার করেছিলেন গাদ্দাফিকে, ফুটেজটি তিনিই তুলেছেন। তার নাম আয়মান আলমানি। এর আগে গাদ্দাফির মৃত্যুর অন্য অনেক ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেও, অত্যাচারী রাষ্ট্রনায়কের জীবনের শেষ মুহূর্তের এটিই প্রথম ভিডিও।
৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই