আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবকে অনুসরণ করে বাহরাইনও সিরিয়ায় স্থলসেনা পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে। সিরিয়ার সরকারি বাহিনীর অগ্রাভিযানের মুখে যখন বিদেশি মদদপুষ্ট জঙ্গিরা ক্রমেই পিছু হটছে তখন এ আগ্রহ প্রকাশ করল বাহরাইন। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
ব্রিটেনে নিযুক্ত বাহরাইনের রাষ্ট্রদূত শেখ ফাওয়াজ আলে খলিফা এক বিবৃতিতে বলেছেন, সৌদি আরবের সঙ্গে সমন্বয় রেখে সিরিয়ায় সেনা পাঠাতে চায় মানামা।
তিনি বলেন, পারস্য উপসাগরীয় দেশগুলো সৌদি নেতৃত্বে মধ্যপ্রাচ্য জুড়ে ইতিবাচক ভূমিকা পালন করতে বদ্ধ পরিকর। সংযুক্ত আরব আমিরাতও সিরিয়ায় সেনা পাঠাতে প্রস্তুত বলে জানান তিনি।
সৌদি আরবকে নির্লজ্জভাবে অনুসরণের নজীর এর আগেও স্থাপন করেছে বাহরাইন। সম্প্রতি প্রখ্যাত সৌদি শিয়া আলেম শেখ নিমর আন-নিমরের মৃত্যুদণ্ডকে কেন্দ্র করে রিয়াদ তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর বাহরাইনও ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল।
২০১৪ সালের সেপ্টেম্বর থেকে সিরিয়ায় বিমান হামলা চালাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক সামরিক জোট। বাহরাইন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এই জোটের সদস্য। মার্কিন নেতৃত্বাধীন এই জোট সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের অবস্থানে বিমান হামলা চালানোর দাবি করলেও এসব হামলায় জঙ্গি গোষ্ঠীটির দুর্বল হয়ে পড়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই