রবিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৩২:৩২

সৌদির বিরুদ্ধে পাল্টা যুদ্ধের কড়া হুঁশিয়ারি ইরানের

সৌদির বিরুদ্ধে পাল্টা যুদ্ধের কড়া হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। দেশটি বলেছে, মার্কিন জোটকে সৌদি যে প্রস্তাব দিয়েছে তা কার্যকর হলে গোটা মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধের ঘণ্টাধ্বনি বেজে উঠবে।

ইরানের নীতি নির্ধারণী পরিষদের সচিব এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রতিষ্ঠাতা কমান্ডার মোহসেন রেজায়ি এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। শনিবার তিনি পাল্টা অভিযোগ করেন, সিরিয়ায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে রক্ষা করার জন্য সেদেশে সেনা পাঠাতে চায় সৌদি আরব।

রেজায়ি বলেন, ইরাক ও সিরিয়ায় আইএস ও আল কায়েদা ঘনিষ্ট আন-নুসরা জঙ্গি গোষ্ঠী পরাজিত হওয়ার পর বাকি গোষ্ঠীগুলোকে রক্ষা করতে এবং সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে সেদেশে সেনা পাঠাতে চায় রিয়াদ।

ইরানের নীতি নির্ধারণী পরিষদের সচিব বলেন, আলে সৌদি সরকার যদি তা করে তাহলে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বলে উঠবে যাতে সৌদি আরবকেও পুড়ে মরতে হবে।

সৌদি আরব বৃহস্পতিবার ঘোষণা করেছে, মার্কিন নেতৃত্বাধীন আইএসবিরোধী আন্তর্জাতিক জোটে যোগ দিয়ে সিরিয়ায় সেনা পাঠাতে চায় রিয়াদ। একজন সৌদি সেনা মুখপাত্র বলেন, আন্তর্জাতিক জোট চাইলে সিরিয়ায় সেনা পাঠাবে রিয়াদ।
০৭ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে