আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে স্ব-শরীরে উপস্থত ছিলেন মাফিয়া ডন দাউদ ইব্রাহিম! এমন দাবি করেছেন উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির সিনিয়র নেতা এবং রাজ্যের প্রভাবশালী মন্ত্রী আজম খান। এ ব্যাপারে প্রয়োজন হলে অকাট্য প্রমাণ রয়েছে বলেও দাবি তার। আজম খানের এই দাবিতে ভারতের ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজনীতির অন্ধের মহলে চলছে তোলপাড়।
গত ২৫ ডিসেম্বর আফগানিস্তান সফর শেষে ফেরার পথে প্রধানমন্ত্রী মোদি লাহোরে যাত্রা বিরতি করেন এবং আকস্মিকভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বাসায় যান।
শনিবার গাজিপুরে বেসরকারি এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আজম খান। স্থানীয় হেলিপ্যাডে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘নরেন্দ্র মোদি পাকিস্তানে নওয়াজ শরীফের সঙ্গে যে রুমে আলোচনা করেছিলেন সেই রুমেই দাউদ ইব্রাহিমের সঙ্গে মোদির সাক্ষাৎ হয়েছে।’
আজম খান বলেন, ‘যদি বাদশাহ (মোদি) বলেন, তাহলে প্রমাণস্বরূপ ছবিও দেখাতে পারি। নওয়াজ শরীফের ওখানে তার মায়ের সঙ্গে সাক্ষাতের সময় আদানি এবং জিন্দালও উপস্থিত ছিলেন।’
তিনি দাবি করেন, আন্তর্জাতিক আইন ভেঙে পাকিস্তানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অস্বীকার করলে উপযুক্ত প্রমাণ পেশ করবেন বলেও জানিয়েছেন আজম খান। তাঁর দাবি গত ২৫ ডিসেম্বর লাহোরে নাওয়াজ শরিফের পরিবারের সঙ্গে দাউদ ইব্রাহীম উপস্থিত ছিলেন। আর সেখানেই মোদির সঙ্গে বৈঠক করেছে দাউদ।
একাধিকবার বিভিন্ন ধরণের বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এসেছেন অখিলেশ যাদবের মন্ত্রী আজম খান। তাঁর মোদিবিরোধী মন্তব্যে স্বভাবতই বিজেপির আক্রমণের মুখে পড়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। বিজেপি নেতা সুধাংশু মিত্তাল শীঘ্রই অখিলেশ যাদবকে অনুরোধ করেছেন আজম খানকে মন্ত্রীত্ব থেকে সরিয়ে ফেলার জন্য।
একইসঙ্গে আজম খানের মন্তব্যকে সমর্থন করেনি কংগ্রেস। রাজনৈতিক ক্ষেত্রে মতের অমিল থাকলেও যা কিছু কেউ বললেই তা বিশ্বাস করা যায়না বলে জানিয়েছেন কংগ্রেস মুখপাত্র টম ভাড়াক্কান।
০৭ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস