আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা ও দূরপাল্লার রকেটবাহী স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়ে আলোচনার জন্য জরুরী বৈঠক আহ্বন করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আজ স্থানীয় সময় সকাল ১১টার দিকে এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়া কাউন্সিলের কূটনীতিকরা এ তথ্য জানিয়েছেন।
উত্তর কোরিয়া রোববার একটি রকেটবাহী স্যাটেলাইট স্থাপন করেছে। অন্যদিকে গত মাসে চতুর্থবারের মতো হাইড্রোজেন বোমার সফল পরীক্ষাও চালিয়েছে দেশটি।
এর ফলে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। উত্তর কোরিয়া যে কোন মুহুর্তে যুক্তরাষ্ট্রে হামলা করতে পারে বলে গত মাসে শঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও প্রতিবেশি দেশ দক্ষিণ কোরিয়া। এমন পরিস্থিতিতে জাতিসংঘ উত্তর কোরিয়া ইস্যুতে জরুরী বৈঠক কল করায় থমথমে অবস্থা বিরাজ করছে। কারণ বৈঠকে যে কোন কঠিন সিদ্ধান্ত নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জাতিসংঘ উত্তর কোরিয়ার বিরুদ্ধে যদি কোন কঠিন সিদ্ধান্ত নেয়, তাহলে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা অনুমান করা যাচ্ছে না।
৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪ ডটকম/জেএম/আরএম