রবিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০১:০৬:০১

বিধ্বস্ত ভবনের নিচে এখনো আটকা ১৩২ জন হতভাগা

বিধ্বস্ত ভবনের নিচে এখনো আটকা ১৩২ জন হতভাগা

আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানের দক্ষিণাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পে বিধ্বস্ত ১৭ তলা বিশিষ্ট বহুতল ভবনের নিচে এখনও ১৩২ জন আটকে আছে বলে খবর পাওয়া গেছে। ৬ দশমিক ৪ মাত্রার ওই ভূমিকম্পে এখন পর্যন্ত ১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। খবর-বিবিসি

উদ্ধারকারীদের বরাত দিয়ে খবরে বলা হয়, আটকাপড়াদের মধ্যে ২৯ জনের কাছে পৌঁছানো সম্ভব হবে। অন্যরা বিধ্বস্ত ১৭ তলা ভবনের অনেক নিচে আটকা পড়েছেন।
 
ভূমিকম্প আঘাত হানার পর ধ্বংসস্তূপ থেকে প্রায় ৩৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এতে আহত হয়েছেন প্রায় ৫০০ তাদের মধ্যে অন্ততপক্ষে ৯২ জনকে হাসপাতাল ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, স্থানীয় সময় শনিবার ভোরে ভূমিকম্পের আঘাতে ওই বহুতল ভবন বিধ্বস্ত হয়।
৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে